Bonny Sengupta

মুখেই বড় কথা, ডাহা ফ্লপ বনির ‘আর্চির গ্যালারি’, কি কারণে ব্যর্থ ‘লিডিং মোস্ট অ্যাক্টর’!

এই মুহূর্তে ইন্ডাস্ট্রি এবং মিডিয়ার নজরে রয়েছে টলিউডের (Tollywood) স্টারকিড বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। টলিপাড়ায় তার লাক ফেবার করেনি। বরং কেরিয়ারের শুরুর দিকে বহু ফ্লপ ছবি উপহার দিয়েছেন তিনি। এসবের মধ্যেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে বনির নাম। তবে বনি কিন্তু নিজেকে লিডিং মোস্ট হিরো (Leading Most Hero) বলেই মনে করেন।

বনির কেরিয়ারের দিকে তাকালে সেই তালিকায় ফ্লপ ছবির ছড়াছড়ি। আর এবার ED-র সৌজন্যে আরো একবার মুখ থুবড়ে পড়েছেন তিনি। গত ১০ মার্চ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অর্চির গ্যালারি’র বক্স অফিস কালেকশন দেখে মাথায় হাত অভিনেতার। ছবির অবস্থা মোটেও আশাব্যঞ্জক নয়।

একদিকে ED-র তাড়া অন্যদিকে ফ্লপ ছবির ধাক্কা, সবে মিলিয়ে বেশ নাজেহাল অবস্থা বনির। যদিও যদিও দম্ভ করে নিজেকে ‘ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো’ বলতে কুণ্ঠাবোধ করেননা তিনি। তবে নায়ক বনি থুড়ি ‘লিডিং মোস্ট হিরো’র যে শিয়রে সমন সে কথা বলাই বাহুল্য।

Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,বনি সেনগুপ্ত,Bonny Sengupta,ED,অর্চির গ্যালারি,Archir Gallery,টলিউড,বিনোদন,Tollywood,Entertainment,Leading Most Hero,লিভিং মোস্ট হিরো

ইতিমধ্যেই দু’দুবার ইডি দফতরে হাজিরা দিতে হয় বনিকে। প্রথমে টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। এরপর দাবী করেন, সমস্ত টাকাই নাকি তার অর্জিত। সেইসব টাকা ফেরত দেওয়ার প্রশ্নই ওঠেনা। তবে কয়দিন পর আবার সেই ৪৪ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।

আর এবার কেরিয়ারে বেশ বড় ধাক্কা খেয়েছেন অভিনেতা। বনির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অর্চির গ্যালারি’ প্রথম দিন থেকেই মুখ থুবড়ে পড়েছে। মোট ২০ টি সিনেমা হলে ছবি মুক্তি পেলেও বক্স অফিস কালেকশন কিন্তু তথৈবচ। তবে এই প্রথম নয়, এর আগেও বনির বহু ছবিই ফ্লপ হয়েছে। এবারেও তার অন্যথা হয়নি।

Avatar

Moumita

X