Papiya Paul

মাত্র ৪৯৯ টাকায় বুকিং করতে পারেন এই ইলেকট্রিক বাইক, ১৬০ কিলোমিটার চলবে এক চার্জে

বর্তমান সময়ে যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে চলেছে, এহেন পরিস্থিতিতে মানুষ এখন সাইকেলের উপর বেশি ভরসা করতে চাইছেন। প্রতিদিন বাইকের তেলের খরচা সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের এহেন অবস্থায় আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে ইলেকট্রিক বাইক। এই বাইকটি ব্যবহার করলে যেমন পেট্রোল-ডিজেলের খরচ বেঁচে যাবে আপনার, ঠিক তেমনই পরিবেশ দূষণ কম হবে।

   

সম্প্রতি মেড ইন ইন্ডিয়া টু হিলার কোম্পানি ই-বাইক গো ভারতীয় বাজারে আনতে চলেছে দুর্দান্ত বৈদ্যুতিক বাইক “রাগড বাইক”। ইতিমধ্যে গ্রাহকরা বেশ পছন্দ করেছেন এই ইলেকট্রিক বাইক। কোম্পানির দাবি, এই মুহূর্তে প্রায় এক লক্ষের বেশি ইউনিটের বুকিং পেয়েছে এই বাইক। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে সব থেকে শক্তিশালী এই বাইক।

এই বৈদ্যুতিক বাইকটি চারটি রঙে পাওয়া যাচ্ছে।
এই বাইক কিনতে গেলে আপনি পাবেন চারটি অপশন যেমন লাল, নীল,কালো এবং রাগড বিশেষ সংস্করণ। এই বাইকটি একটি তিন কিলো ওয়াট মোটর দ্বারা পরিচালিত হয়। সাড়ে ৩ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই ব্যাটারিটি। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে প্রায় একশো ষাট কিমি পর্যন্ত আপনি যেতে পারেন। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলতে পারে এই বাইক।

ইলেকট্রিক বাইকের বডি স্টিলের ফ্রেম এবং ক্রেডেল চেসিস দিয়ে তৈরি। এই গাড়িতে ৩০ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। বর্তমানে এটি জিওয়ান এবং জিওয়ান প্লাস, এই দুটি ভেরিয়েন্ট এ পাওয়া যায়। আপনি মাত্র ৪৯৯ টাকা দিয়ে এই বাইক বুক করতে পারেন।কোম্পানির মতে এখনো পর্যন্ত এটি এক বছরের জন্য ইউনিট বুকিং পেয়েছে। এত বুকিং দেখে কম্পানি আগামী দিনে বৈদ্যুতিক টু হুইলার ব্যবসায় মনোযোগ দিচ্ছে। আপনি ৪৯৯ টাকা দিয়ে এটি বুকিং করতে পারেন, এই টাকাটা ফেরত যোগ্য। এই বাইকের প্রাথমিক মূল্য ৮৪,৪৯৯ টাকা। এই বাইকটা কেনার ক্ষেত্রে আপনি বৈদ্যুতিক গাড়ি গুলিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রদত্ত ভর্তুকিও নিতে পারবেন।