বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,ইন্দ্রানী পাল,ষ্টার জলসা,বরণ,Entertainment,Tollywood,Bengali Serial,Indrani Paul,Star Jalsa,Baran

‘বরণ’ শেষ হবার পর ফের ছোটপর্দায় ফিরছেন ‘তিথি’ ওরফে ইন্দ্রাণী, উচ্ছসিত অনুরাগীরা

বাঙালীদের বিনোদনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে বাংলা সিরিয়াল(Bengali Serial)। প্রতিদিন এই সিরিয়াল দেখা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা এভাবেই দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠছেন। যদিও এই দর্শকদের উপরে নির্ভর করে সিরিয়ালের ভাগ্য। টিআরপি রেটিংয়ে কোন ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ খারাপ রেজাল্ট করলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা।

ঠিক যেমন কিছুদিন আগেই বন্ধ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বরণ’। বড়লোক বাড়ির ছেলে রুদ্রিকের সঙ্গে মধ্যবিত্ত বাড়ির মেয়ে তিথির সম্পর্ক বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এখানে রুদ্রিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সুস্মিত মুখার্জী এবং তিথির চরিত্রে অভিনয় করেছিলেন নবাগতা নায়িকা ইন্দ্রানী পাল(Indrani Paul)।

এই জুটির দুজনেরই অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাবার পর তিথিকে ফের পর্দায় দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় বারবার অনুরোধ করেছেন অনুরাগীরা। এমনকি তারা তিথি এবং রুদ্রিকের জুটিকে যে প্রচন্ড ভাবে মিস করছেন সেটাও জানিয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে, দর্শকদের কাছে ফের পর্দায় হাজির হতে চলেছেন তিথি।

খুব শীঘ্রই স্টার জলসা সিরিয়ালের হাত ধরে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী ইন্দ্রানী। আবার শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যেতে পারে সাঁঝের বাতি ধারাবাহিকের আর্য ওরফে অভিনেতা রিজওয়ানকে। যদিও চ্যানেল এর পক্ষ থেকে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে তিথিকে ফের পর্দায় দেখার খুশিতে আনন্দিত হয়েছেন দর্শকেরা।

Avatar

Papiya Paul

X