বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,লাল সিং চাড্ডা,রক্ষা বন্ধন,ধাকড়,Bollywood,Entertainment,Flop Movies,Laal Singh Chaddha,Raksha Bandhan,Dhakad

Moumita

এক বা দুটো নয়, চলতি বছরে মোট ৩০ টি বলিউড ছবি ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে, জানুন কোন কোন নাম রয়েছে তালিকায়

এই মুহূর্তে বলিউডের উপর যে কালবৈশাখী বয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই‌। অক্ষয়, রণবীর সিং এমনকি আমির খানের মতো বড়ো তারকার আগমনেও বলিউডের ভাঁড়ার খালি। ধীরে ধীরে নিজের চিরচেনা জৌলুস হারিয়ে ফেলছে বলিউড। একটার পর একটা ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে।

   

বিগ বাজেট সিনেমা, স্টার কাস্ট, অথবা কাহিনিনির্ভর সিনেমা কোনো কিছুই যেন হলে দর্শক টানতে পারছে না বলিউড সিনেমাগুলো। এদিকে বলিউডকে পেছনে ফেলে রমরমিয়ে এগিয়ে চলেছে দক্ষিণী ছবিগুলি। জেনে অবাক হবেন যে এই যাবত বলিউডের ৩০ টির মতো ছবি ফ্লপ হয়েছে।

কোভিড পরবর্তী যুগ শিল্পকে অনেক কিছু শিখিয়েছে এতে কোনো সন্দেহ নেই। রুচির পরিবর্তন বলুন বা চলচ্চিত্রের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন বলুন, দর্শকরা সবচেয়ে বেশি থাম্বস ডাউন করেছে তো বলিউড ছবিকেই। অক্ষয় কুমার যিনি প্রতিবছর লাগাতার হিট দিয়ে থাকেন তার ঝুলিতেও ‘বল বটম’, ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ এর মতো ৪ টি সুপার ফ্লপ।

বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,লাল সিং চাড্ডা,রক্ষা বন্ধন,ধাকড়,Bollywood,Entertainment,Flop Movies,Laal Singh Chaddha,Raksha Bandhan,Dhakad

তবে এই তালিকায় সবেচেয়ে নেতিবাচক ROI রয়েছে কঙ্গনার। প্রসঙ্গত, ROI হল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ‘কালেকশন – বাজেট = ROI’ এই রুলে ক্যালকুলেট করা হয় ROI এর পরিমাণ। এরপর ‘ROI/Budget*100 = ROI%’ সূত্র ব্যবহার করে গণনা করা হয় এর শতাংশের পরিমাণ। আজকের পোস্টে বলিউডের সবচেয়ে নেতিবাচক ROI প্রাপ্ত ছবিগুলির কথা আলোচনা করবো।

ধাকড় : এই তালিকায় প্রথমেই থাকবে কঙ্গনা রানাওয়াতের ধাকড়। 85 কোটির বাজেটে নির্মিত ছবির কালেকশন ছিলো মাত্র 2 কোটি টাকা। ছবির ROI -97.64%।

বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,লাল সিং চাড্ডা,রক্ষা বন্ধন,ধাকড়,Bollywood,Entertainment,Flop Movies,Laal Singh Chaddha,Raksha Bandhan,Dhakad

থালাইভি : 70 কোটি খরচ করে তৈরি করা থালাইভির কালেকশন ছিলো মাত্র 1.50 কোটি। ছবির ROI -97.85%।

বেল বটম : অক্ষয়ের বেল বটম তৈরি করতে খরচ হয়েছিলো 150 কোটি টাকা। ছবির সংগ্রহ এবং ROI যথাক্রমে 26.50 কোটি এবং -82.33%।

 
শামশেরা : রণবীরের শামশেরার খরচ ছিলো প্রায় 150 কোটি। যেখানে মাত্র 43 কোটি আয় করেই থেমে যায় ছবিটি‌। ছবির ROI -71.33%।

সম্রাট পৃথ্বীরাজ : 250 কোটির বাজেটে তৈরি সম্রাট পৃথ্বিরাজও মাত্র 66 কোটির পরই বন্ধ হয়ে যায়। ছবির ROI -73.60%।

লাল সিং চাড্ডা : এছাড়াও এই বছরের বহুল চর্চিত ছবি লাল সিং চাড্ডা’র ফলাফল সত্যিই হতাশাজনক। 180 কোটির বাজেটে নির্মিত এই ছবির সর্বসাকুল্যে আয় মোটে 55 কোটি এবং ROI -69.44%।

বলিউড,বিনোদন,ফ্লপ ছবি,লাল সিং চাড্ডা,রক্ষা বন্ধন,ধাকড়,Bollywood,Entertainment,Flop Movies,Laal Singh Chaddha,Raksha Bandhan,Dhakad

এছাড়াও কিছু ছবির কালেকশন এবং ROI তালিকা দেওয়া হলো নিচে।

চেহরে : 40 কোটি বাজেটের এই ছবির সংগ্রহ 3.50 কোটি, এদিকে ROI -91.25%।

বান্টি অর বাবলি : 30 কোটি খরচের এই ছবির সংগ্রহ 11.15 কোটি এবং ROI -62.83%।

রক্ষা বন্ধন : 70 কোটির এই ছবির সংগ্রহ মোটে 45 কোটি এবং ROI -35.71%।

এক ভিলেন রিটার্নস : 72 কোটি বাজেটের এই ছবিটি আয় করেছিলো মোটে 41.19 কোটি। ছবির ROI -42.79%।