Arijit

বিজেন্দ্র, মেরির পর লভলিনা, ন’বছর পর অলিম্পিক্স বক্সিংয়ে পদক আসছে দেশে

ওয়েল্টারওয়েট বিভাগে দেশকে পদক এনে দিলেন লভলিনা বড়গোহাঁই। ইতিমধ্যেই ব্রঞ্চ কনফার্ম করে ফেলেছেন লভলিনা বড়গোহাঁই। এবার লক্ষ্য সোনা। বক্সিংয়ে ভারতে প্রথম পদকটি এসেছিল বিজেন্দ্র সিংহর হাত ধরে। মেরি কমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিলেন তিনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে শেষবার বক্সিংয়ে পদক এসেছিল ভারতে। 9 বছর পর অলিম্পিক্স বক্সিংয়ে পদক আসছে দেশে।

   

২০০৮ সালে ২০ অগস্ট বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র। প্রথম তিনটি রাউন্ড জিতে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন বিজেন্দ্র। সেমিফাইনালে কিউবার এমিলিয়ো করেয়ার কাছে হেরে গিয়েছিলেন তিনি।

২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন মেরি। শেষ চারে তিনি হেরে গিয়েছিলেন গ্রেট ব্রিটেনের নিকোলা অ্যাডামসের কাছে।