বিনোদন,দক্ষিণী সিনেমা,দক্ষিণী অভিনেতা,কমেডিয়ান,ব্রহ্মনন্দম Entertainment,South Indian Cinema,South Indian Actor,Comedian,Brahmanandam

Papiya Paul

প্রায় ৪০০ কোটির সম্পত্তি, অভিনয় করেই মিলেছে বিশ্ব রেকর্ড, অভিনেতার থেকেও বেশি জনপ্রিয় কমেডিয়ান ব্রহ্মানন্দম

দক্ষিণী সিনেমার(South Indian Cinema) রমরমা চারিদিকে। বলিউডে জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি সারা বিশ্বের সিনেমা জগতে জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণী সিনেমার নাম। এই দক্ষিণের সিনেমার সুপারস্টার যেমন প্রভাস, আল্লু অর্জুন, রামচরণ, জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী এদের পরিচিতি এখন সকলের মুখে মুখে। প্রেমের গল্প হোক কিংবা একশন ড্রামা দক্ষিণের সিনেমা যেকোনো কনসেপ্টট এখন সুপারহিট।

   

তবে শুধু অভিনেতা-অভিনেত্রীদের কথা বললে চলবে না, দক্ষিণের কমেডিয়ান অভিনেতাদেরও জনপ্রিয়তা কোন অংশে কম না। এমনই জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা হলেন ব্রহ্মনন্দম(Brahmanandam)। তাকে ভীষণ পছন্দ করেন দর্শকেরা। বেশিরভাগ দক্ষিণের সিনেমাতে তার উপস্থিতি রয়েছে। কমেডিয়ানের চরিত্রে তার অভিনয় প্রশংসনীয় হয় দর্শক মহলে। নায়ক নায়িকাদের ভিড়েও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন অভিনেতা।

তিনি সিনেমার পর্দায় থাকা মানেই হাসির ফোয়ারা সৃষ্টি হবে। দর্শকদের বিনোদন জোগাতে তার জুড়ি মেলা ভার। নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রহ্মনন্দম। একজন তেলেগু পরিচালক তাকে ‘মোদ্দাবাই’ নামক একটি নাটকে অভিনয়ের সুযোগ দেন। আর সেখানে ব্রহ্মানন্দমের অভিনয় দেখে মুগ্ধ হন পরিচালক। এরপরে অভিনেতার কাছে একের পর এক সিনেমায় অভিনয়ের সুযোগ আসে।

পেশাগত দিক থেকে তিনি একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন। প্রায় এক হাজারেরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। বিশ্ব রেকর্ড করে ফেলেছেন অভিনেতা। আর অভিনয়ের মাধ্যমেই তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি প্রায় ৩৬৭ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি ছবি বাবদ তিনি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক পান।

বিনোদন,দক্ষিণী সিনেমা,দক্ষিণী অভিনেতা,কমেডিয়ান,ব্রহ্মনন্দম Entertainment,South Indian Cinema,South Indian Actor,Comedian,Brahmanandam

এছাড়া বিজ্ঞাপন থেকেও একটা মোটা অংকের রোজগার করে থাকেন অভিনেতা। ২০১৫ সালের মধ্যেই তিনি ১০০০-এর বেশি ছবিতে অভিনয় করেন। যার ফলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম ওঠে অভিনেতার। এই মুহূর্তে ১১০০-এর বেশি ছবিতে অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। হায়দ্রাবাদের যুবিলী হিলস এ বিরাট বাংলাতে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে বসবাস করেন অভিনেতা।

বিনোদন,দক্ষিণী সিনেমা,দক্ষিণী অভিনেতা,কমেডিয়ান,ব্রহ্মনন্দম Entertainment,South Indian Cinema,South Indian Actor,Comedian,Brahmanandam

এছাড়াও মুম্বাইয়ের জুহু, রুইয়া পার্ক এবং মাড দ্বীপেও তার একাধিক বিলাসবহুল বাংলো রয়েছে অভিনেতার। অডি আর ৮, অডি আর ৭, মার্সিডিজ বেন্জ এস ক্লাস এর মতো একাধিক গাড়ির মালিক তিনি।