বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,ব্রহ্মাস্ত্র,আলিয়া ভাট,রণবীর কাপুর,Bollywood,Entertainment,Gossip Alia Bhatt,Ranbir Kapoor,Brahmastra,Controversy,Box office Collection,বক্স অফিস কালেকশন

Moumita

প্রথম তিনদিনেই বাজিমাত ‘ব্রহ্মাস্ত্র’র, বয়কট ট্রেন্ডেও ২০০ কোটির উপর আয় করেছে রণবীর-আলিয়ার ছবি!

গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের বহুল চর্চিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: শিবা পার্ট ওয়ান’। ছবি নিয়ে বিতর্ক তো ছিলোই আর তার সাথে ছিলো বয়কটের ভয়। তবে মুক্তির পর ভালো খারাপ মিশ্র রিভিও এলেও মোটামুটি ভালোই ব্যবসা করছে ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রবিবার তৃতীয় দিনে ছবিটির আয় প্রায় ৪২ কোটি টাকা। আর এর সাথে সাথে এইদিন ভারতীয় বাজারে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে ছবিটি।

   

অপরদিকে তিন দিনে বিশ্বব্যাপি এই ছবির মোট কালেকশন ২২৫ কোটি। ট্রেড বিশেষজ্ঞদের মতে চলতি সপ্তাহের শেষের দিকে শুধুমাত্র ভারতীয় বাজারেই ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে ছবির আয়। বলিউডের এই দূর্দশায় অয়ন মুখার্জির এই ছবি যে আশার আলো জুগিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

মুক্তির প্রথম দিন ভারতীয় বাজারে ছবির কালেকশন ছিলো প্রায় ৩৭ কোটি টাকা। এদিকে বিদেশের মাটিতেও অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্রের গ্রস কালেকশন ৩.৪ মিলিয়ন মার্কিন ডলার। করোনা পরবর্তীকালে কোনো হিন্দি ছবি হলিডে বা উৎসব ছাড়াই এতো ভালো ফল করেছে।

লম্বা সময় পর যে টুকু সাফল্য পেয়েছে এই ছবি তা থেকে বলাই যায় এই ছবির হাত ধরে বলিউডে লক্ষ্মী ফিরছে। যেখানে ছবির বাজেট ৪১০ কোটি, তার উপর বর্তমান সময়ে যেভাবে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে, তাতে বলা বাহুল্য যে এই ছবির সফলতা নিয়ে সকলের মনেই দ্বন্ধ ছিল। শনিবারই ছবির প্রযোজক করণ উচ্ছাস প্রকাশ করে বলেন, “আমি আর উত্তেজনা ধরে রাখতে পারছি না!”

এদিকে আলিয়ার কথায়, ‘দর্শকের ভালোবাসার থেকে ভালো কিছু হতে পারেনা।’ তবে ট্রেড বিশেষজ্ঞদের মতে যেহেতু ছবির বাজেট ৪১০ কোটি তাই এখনই এটাকে ব্লকব্লাস্টার বলা যাচ্ছেনা। আমির অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিটিও প্রথম দিকে ভালো কালেকশন করলেও পরবর্তীতে মুখ থুবড়ে পড়ে। তাই খেলা ঘুরতেও খুব বেশি সময় লাগেনা।

প্রসঙ্গত, ছবির প্রচারে কোনও কসর বাদ রাখেননি অয়ন মুখার্জি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা দেশেই ‘ব্রহ্মস্ত্র’র প্রচার চালিয়েছে ছবির গোটা টিম। যদিও কিছু কিছু সূত্রের মতে টাকা ঢেলে কারচুপি করে লভ্যাঙ্ক দেখানো হয়েছে। যা আয় দেখানো হয়েছে তার ৭০ শতাংশই নাকি ভুয়ো। তবে আসল ঘটনা কী তা তো সময়ই বলবে।