Arijit

অলিম্পিকে সোনা জিতেও বিরাট শাস্তির মুখে ব্রাজিল ফুটবল, ক্ষোভে ফুঁসছে অলিম্পিক কমিটি

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে কোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের। ট্রফির খুব কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল নেইমারদের। যার ফলে হতাশ হয়েছিলেন ব্রাজিলের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে কোপা হারের ব্যাথা অলিম্পিকে সোনা জিতে কিছুটা হলেও মিটলো ব্রাজিল ফুটবলের। ফাইনালে স্পেনকে হারিয়ে অলিম্পিকে সোনা জিতেছে ব্রাজিল ফুটবল দল। টানা দু’বার অলিম্পিকে সোনা জিতে রেকর্ড করেছে ব্রাজিল ফুটবল দল। তবে অলিম্পিকে সোনা জিতলেও এবার বড়োসড়ো শাস্তির মুখে পড়তে চলেছেন ব্রাজিলের ফুটবলাররা।

   

অলিম্পিকে সোনা জেতার পর পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ব্রাজিলের ফুটবলারদের সরকারি ইউনিফর্ম পড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সরকারি ইউনিফর্ম পড়ে যায় নি, যার ফলে ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল অলিম্পিক কমিটি। তারপরই রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে ব্রাজিল ফুটবল দলের তীব্র নিন্দা করেছে ব্রাজিলের অলিম্পিক কমিটি।

সোনা জেতার পর ব্রাজিল ফুটবল দলকে নির্দেশ দেওয়া হয়েছিল, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে যার স্পন্সর ছিল চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা নাইকের জার্সি পড়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়। তারপরই ব্রাজিল ফুটবল দলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করেছে ব্রাজিল অলিম্পিক কমিটি।