অফবিট,ব্রুনাই,সুলতান,Offbeat,Brunai,Sultan

ঠিক যেন টাকার সমুদ্র! এই দেশের রাজা চুল কাটতে খরচ করেন ১৫ লক্ষ টাকা, রয়েছে ৭০০০ গাড়ি!

এখন আর রাজাদের কাহিনী শুনতে পাওয়া যায় না। রাজপাটও এখন নেই আর রাজাও নেই। এই রাজাদের জীবন কাহিনীর কথা শুধুমাত্র ইতিহাসের পাতাতেই রয়েছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই সময়ে এসেও ব্রুনাইয়ের সুলতানের প্রচুর জনপ্রিয়তা কিন্তু প্রচুর। তার বিলাসী জীবন যাত্রার কথা যদি আপনি জানেন তাহলে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠে জোগাড় হবে।

তার পোশাকি নাম হল তৃতীয় হাসানঅল বোকাইয়া ইবনি ওমর আলি সইফউদ্দিন। যদিও গোটা দুনিয়া তাকে হাসানঅল বোকাইয়া নামেই চেনে। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিও দ্বীপ এর ছোট্ট একটি দেশ ব্রুনেই। সেই দেশেরই সুলতান হলেন তিনি। সেই দেশের একাধিক মন্ত্রকের সর্বেসর্বা তিনি। প্রধানমন্ত্রিত্বের সাথেই অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এবং বাণিজ্যিক মন্ত্রকের দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন। শুধু এটাই নয়, পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। আবার বিরাট সশস্ত্রবাহিনীর দায়িত্ব রয়েছে তার।

পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতে একেবারে প্রথম সারিতে নাম রয়েছে তার। এতদিন পর্যন্ত তিনি ধনীতম ব্যক্তির স্থান দখল করলেও খুব সম্প্রতি তাকে পিছনে ফেলে ওপরে উঠে এসেছেন টেলসার প্রতিষ্ঠাতা এলন রিভ মাস্ । এই মুহূর্তে মাস্কের কাছে রয়েছে ২৪ হাজার ৯৩০ কোটি ডলার। তবে প্রথম স্থান থেকে পিছিয়ে গেলেও তার ধন সম্পত্তির পরিমাণ কিন্তু কম নয়। তিনি ব্রুনাইয়ের সুলতান এর সন্তান হওয়ার জন্য সোনার কাঠি মুখে নিয়ে জন্মেছিলেন। আর তাই সুলতানের ১০ সন্তানের মধ্যে মধ্যে তাকেই রাজ্যপাট চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেই থেকে ৭৫ বছর বয়সেও তিনি রাজ্যপাট সামলে চলেছেন। তিনি ইংল্যান্ডের রয়েল একাডেমী থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। আর এর পরে বিয়ে করেন তিনি। তবে একটি বিয়ে নয়, তিন তিনটে বিয়ে তিনি করেছেন। ২০১২ সাল পর্যন্ত তিনি পাঁচটি পুত্র সন্তান এবং সাতটি কন্যা সন্তানের পিতা হয়েছেন বলেও জানা যায়। এবার তাহলে তার ধনসম্পত্তির সম্পর্কে আপনাদের জানাই। হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, তিনি যে প্রাসাদে থাকেন, সেই প্রাসাদের দাম ২ হাজার ৫৫০ কোটি টাকা। যেখানে ১ হাজার ৭০০টি ঘর। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি, ১১০টি গ্যারাজ এবং ২০০টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও রয়েছে।

এর সাথেই তাঁর ১১০টি গ্যারাজে প্রায় সাত হাজার গাড়ি আছে। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি গাড়ি আছে। এগুলির মোট দাম ৫০০ কোটি ডলারেরও বেশি। একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট আছে সুলতানের। সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও তিনি ব্যবহার করেন। এছাড়া তিনি এমনই বিলাসী মানুষ, যে তার তিন থেকে চার সপ্তাহ পরপর চুল ঠিক করতে খরচ পড়ে প্রায় ১৫ লক্ষ টাকা। টাইমস পত্রিকা থেকে একথা জানা গিয়েছে।

Avatar

Papiya Paul

X