নিউজ শর্ট ডেস্ক: ভারতের টেলিকম বাজারে এই মুহূর্তে রীতিমতো রাজ করছে এয়ারটেল (Airtel),জিও (Jio) এবং ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) মত টেলিকম সংস্থাগুলি (Telecom Company)। কিন্তু এবার সময় বদলাতে চলেছে। আসলে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এমন কিছু নতুন প্ল্যান এনেছে যা জানার পর চিন্তায় পড়ে গিয়েছে এয়ারটেল,জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি।
জানলে অবাক হবেন সম্প্রতি ব্রডব্যান্ড কানেকশন সংক্রান্ত দুর্দান্ত একটি অফার এনে সবাইকে চমকে দিয়েছে বিএসএনএল। জানা যাচ্ছে এবার থেকে বিএসএনএল সবাইকে বিনামূল্যেই ওয়াইফাই কানেকশন দিতে চলেছে। নতুন ব্যবহারকারীদের জন্য এমনই এক দুর্দান্ত অফার দিচ্ছে বিএসএনএল।
যার ফলে নতুন ব্যবহারকারীদের বিএসএনএলের ওয়াইফাই কানেকশন নেওয়ার জন্য কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই ইনস্টলেশন (Free Installation) দেওয়া হচ্ছে। বিএসএনএল গ্রাহকদের জন্য এই অফারটি গত বছর থেকে শুরু হয়েছিল যা ৩১ শে মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু এবার বিএসএনএল একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যা থেকে জানা যাচ্ছে এই অফারটি এখনই শেষ না করে তা পুরো বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই এই বছরটাও বিএসএনএলের ওয়াইফাই কানেকশন নিলে ইনস্টলেনের জন্য কোন টাকা দিতে হবে না।
আরও পড়ুন: লাগবে না কোনো চার্জ, বাড়িতেই পেয়ে যাবেন ফ্রি সিম ডেলিভারি, শুধু করতে হবে এই কাজ!
তাই কেউ যদি বিএসএনএল-এর এর সম্পূর্ণ নতুন ওয়াইফাই সেটআপ ইন্সটল করতে চাইছেন তাহলে তাকে শুধুমাত্র রিচার্জ প্ল্যানের টাকাটাই দিতে হবে। অর্থাৎ কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যেই ইনস্টলেশন করে দেওয়া হচ্ছে।
এয়ারটেলের এই ওয়াইফাই কানেকশন গুলির মধ্যে রয়েছে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার। মজার বিষয় হল এই দুটি কোম্পানি তরফ থেকেই একেবারে বিনামূল্যে ইনস্টলেশন দেওয়া হচ্ছে। কেউ যদি বিএসএনএল এর নতুন ওয়াইফাই কানেকশন নিতে চান তাহলে তাকে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তার জন্য কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে লগইন করতে হবে .এরপর সেখানে ব্যবহারকারীর বাড়ির সম্পূর্ণ বিবরণ দিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে হবে।