নিউজ শর্ট ডেস্ক: বারবার রিচার্জ (Recharge) করার ঝামেলা শেষ! এবার একবার রিচার্জ করলেই পুরো ৪২৫ দিন (425 Days) থাকবেন টেনশন ফ্রি। ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এবার দীর্ঘমেয়াদি ভ্যালিডিটির (Long Validity) এক দুর্দান্ত প্রিপেড প্ল্যান (Pre-paid Plan) নিয়ে এসেছে। গ্রাহক সংখ্যার দিক দিয়ে বিএসএনএল যতই জিও,এয়ারটেল কিংবা ভি-আই -এর তুলনায় পিছিয়ে থাকুক না কেন, এবার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান চালু করেছে বিএসএনএল।
জানলে অবাক হবেন এখানে যে দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে তার মেয়াদ থাকবে মোট ৪২৫ দিন পর্যন্ত। আসুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক। জানা যাচ্ছে বি এস এন এল-এর এই নতুন প্রিপেড প্ল্যানের পরিষেবা পাওয়ার জন্য খরচ করতে হবে মোট ২৩৯৮ টাকা। প্রসঙ্গত আগেই বলা হয়েছে এই রিচার্জ প্ল্যানের মেয়াদ থাকবে ৪২৫ দিন.
তাই দামের দিক দিয়ে বিচার করলেও ভ্যালিডিটির দীর্ঘমেয়াদী ভ্যালিডিটির প্ল্যান হচ্ছে সবথেকে সস্তার প্ল্যান আর এতে রোজ রোজের খরচ ৫ কম করে পাঁচ টাকা করে খরচ হয় থাকে আনলিমিটেড কলিং আর ডেটা পাওয়া যায় এই প্লানে বিএসএনএলের এই প্ল্যানটি প্রিপেড প্লান্টি রিচার্জ করলে পুরো ৪২৫ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়।
এছাড়া এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটাও ফ্রিতে পেয়ে থাকেন। অর্থাৎ ৪২৫ দিনের ভ্যালিটিতে মোট ৮৫০ জিবি ডেটা দেওয়া হয়ে থাকে। তবে ভ্যালিডিটি শেষ হওয়ার পর গ্রাহকরাও ৪০ KBPS স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও পাওয়া যায়।
এই প্ল্যানে রিচার্জ করলে ফ্রিতে PRBT অর্থাৎ পার্সোনালাইজড রিং ব্রেক টোন-এর সাথেই Eros Now-এর সাবস্ক্রিপশন-ও পাওয়া যায় বিনামূল্যে। তবে এখানে বলে রাখি ৪২৫ দিনের ভ্যালিডিটির এই প্রিপেড প্ল্যান শুধুমাত্র এখন জম্মু আর কাশ্মীরে থাকা বিএসএনএল গ্রাহকদের জন্যই উপলব্ধ রয়েছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফে নিশ্চিত করে জানানো হয়নি এই প্ল্যানটি দেশের অন্যান্য জায়গাগুলিতেও চালু করা হবে কিনা।
কিন্তু যদি কোন বিএসএনএল-এর গ্রাহক জম্মু কিংবা কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই প্ল্যান তার জন্য দারুন লাভজনক একটি রিচার্জ প্ল্যান হতে চলেছে। কিন্তু যদি কেউ দেশের অন্য কোন জায়গায় থাকেন তাহলে আগে যাচাই করতে হবে এই প্ল্যান সেখানে উপলব্ধ রয়েছে কিনা।