নিউজ শর্ট ডেস্ক: ভারতে টেলিকম কোম্পানিগুলি সারাক্ষণ একে অপরকে টক্কর দিতেই ব্যস্ত। তার জন্য প্রত্যেকেই একের পর এক নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে আসছে, আর এসবের মধ্যে আদতে লাভবান হচ্ছেন গ্রাহকরাই। এই মুহূর্তে আমাদের দেশের অন্যতম সরকারি টেলিকম কোম্পানি হল বিএসএনএল (BSNL)। এবার এই বিএসএনএল-এর তরফ থেকেই গ্রাহকদের জন্য আনা হয়েছে একটা দু-দুটো নতুন রিচার্জ প্ল্যান।
যার মধ্যে একটি ৯৯ টাকার রিচার্জ প্ল্যান (99 Recharge Plan) এবং অপর একটি রিচার্জ প্ল্যানের মূল্য হল ১৮৭ (187 Recharge Plan) টাকা। বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানে একইসাথে আরও একগুচ্ছ সুবিধা দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। আসুন তাহলে এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানা যাক। কেউ যদি বিএসএনএলের গ্রাহক হয়ে থাকেন আর বি এস এন এল-এর সিমটি সেকেন্ডারি সিম হিসাবে বা ব্যবহার করে থাকেন তাহলে তাদের ৯৯ টাকার রিচার্জ প্ল্যান আর ১২৭ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
এমনিতে হামেশাই বিএসএনএল-এর তরফ থেকে একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়। তবে এই মুহূর্তে বিএসএনএল সবথেকে সস্তা (Cheapest) রিচার্জ প্ল্যান হল ৯৯ টাকা এবং ১৮৭ টাকার রিচার্জ প্ল্যান।
বিএসএনএলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যানে মোট ১৭দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। যদিও আগে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ১৮ দিনের ভ্যালিডিটি পেতেন। হিসাব অনুযায়ী এই প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতিদিন ৫.৫ টাকা খরচ হয়ে থাকে। বিএসএনএলের এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কোন ধরনের ডেটা পরিষেবার সুবিধা পান না।
আরও পড়ুন: PhonePe-কে টক্কর দিতে হাজির Paytm! অনলাইন পেমেন্টে এবার ব্যবহারকারীদের দ্বিগুণ মজা
তবে এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা শুধুমাত্র ১৭ দিনের জন্য আনলিমিটেড কলিং এর অফার পেয়ে থাকেন। এছাড়া এই প্ল্যানে অন্য আর কোন ধরনের সুবিধাই পাওয়া যায় না। এই রিচার্জ প্ল্যানটি মূলত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আদর্শ। বিশেষ করে যারা শুধু কলিং-এর জন্য মোবাইল ব্যবহার করেন।
বিএসএনএলের ১৮৭ টাকার রিচার্জ প্ল্যান
এবার আসা যাক বিএসএনএলের ১৮৭ টাকার রিচার্জ প্ল্যানে। বিএসএনএল-এর গ্রাহকদের জন্য সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান গুলোর মধ্যে অন্যতম হল এই ১৮৭ টাকা রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে প্রত্যেক দিন দু’জিবি করে ডেটাও পাওয়া যায়। এরই সাথে ২৮ দিন পর্যন্ত আনলিমিটেড ফ্রি কলিং এরও সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা পেয়ে থাকেন।