Papiya Paul

লাগবে না Jio, Airtel, Vi-র রিচার্জ! মাত্র ১৯৭ টাকার প্ল্যানে চলবে ১৫০ দিন, মিলবে ডেটা ও ফ্রি কলিং!

টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়ানোর ফলে ভোগান্তি জুটেছে সাধারণ মানুষের। জিও-র দেখাদেখি রিচার্জএর দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও। রিচার্জের দাম বৃদ্ধির সাথে সাথেই আবার প্ল্যানের বৈধতাও কমিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত রিচার্জের দাম সেভাবে বাড়ায়নি সরকারি টেলিকম সংস্থা BSNL.

   

এই BSNL সংস্থাতে এখনও কিছু সস্তার প্ল্যানের আছে, আর তাই বাধ্য হয়ে অন্যান্য সংস্থার গ্রাহকরা BSNL-এ নিজেদের নাম্বার পোর্ট করিয়ে নিচ্ছেন। এবার ২০০ টাকার নিচের একটি প্ল্যান এনেছে BSNL, যেটার বৈধতা থাকছে ১৫০ দিন।

জেনে নিন এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি-

এই প্ল্যানের বৈধতা থাকবে ১৫০ দিন। প্রতিদিন ডেটা দেওয়া হবে ১০০এমবি। আর ডেটা শেষ হয়ে যাবার ফলে ইন্টারনেট গতিবেগ ৪০kbpsএ নেমে যাবে। এর সাথেই মিলবে আনলিমিটেড কলের সুবিধা। এর সাথে Zing অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া থাকবে। যদিও এই সুবিধা গ্রাহকরা প্রথম ১৮ দিন পেয়ে থাকবেন।