Arijit

হেডিংলে টেস্টে কপিল দেবকে টপকে বিশ্বরেকর্ড গড়তে চলেছেন বুমরাহ

বুধবার ইংল্যান্ডের লিডসে তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। আর এই ম্যাচে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে টপকে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সামনে। ভারতীয় জোরে বলার হিসেবে সবথেকে কম টেস্ট ম্যাচ খেলে 100 উইকেট নেওয়ার রেকর্ড ছিল কপিল দেবের। এবার কপিল দেবের থেকেও কম ম্যাচ খেলে 100 উইকেট নেওয়ার হাতছানি রয়েছে বুমরাহর সামনে। কপিল দেবের রেকর্ড ভাঙতে বুমরার প্রয়োজন আর মাত্র পাঁচটি উইকেট।

   

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব 25 টি টেস্ট ম্যাচ খেলে 100 টিকেট সংগ্রহ করেছিলেন। অপরদিকে মাত্র 22 টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যেই 95 ক্রিকেট নিয়ে ফেলেছেন বুমরাহ অর্থাৎ আর দুটো ম্যাচে পাঁচটি উইকেট তুলে নিতে পারলেন তাহলে তিনি টপকে যাবেন কপিল দেবকে। তবে বর্তমানে ইংল্যান্ড সফরে বুমরাহ যে ফর্মে রয়েছেন তাতে হেডিংলে টেস্টেই কপিল দেবের রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ।

নাটিংহ্যাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ন’টি উইকেট পেয়েছিলেন বুমরাহ। তবে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ। অর্থাৎ বুমরাহর আরও দুটি ম্যাচ বাকি রয়েছে এই দুই ম্যাচে পাঁচটি উইকেট নিতে পারলেই কপিল দেবের রেকর্ড ভেঙে দেবেন বুমরাহ। উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে সবথেকে কম টেস্ট ম্যাচ খেলে 100 টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবীচন্দ্রন অশ্বিন অশ্বিনের নামে। মাত্র 18 টি টেস্ট খেলেই 100 টি উইকেটের মালিক হয়েছিলেন তিনি।