Business Idea for Women to earn upto Rs 25000 everymonth from home

মাস গেলে আসবে ২৫০০০ টাকা! মহিলারা এই ব্যবসা শুরু করলেই হবেন মালামাল

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছুটা এক্সট্রা উপার্জনের কথা সকলেই ভাবছেন। বিশেষ করে মহিলারা বাড়িতে বসে না থেকে ছোটোখাটো কোনো কাজ বা ব্যবসা শুরু করছেন। তাই আজ আপনাদের জন্য রইল দুটি যেন ব্যবসার আইডিয়া যে তা মহিলারা সহজেই বাড়ি থেকেই শুরু করতে পারবেন। আর একবার শুরু হলে প্রতিমাসে ২৫০০০ টাকা পর্যন্ত আয় করা যেতেই পারে।

আসলে এমন অনেক কাজ রয়েছে যার জন্য আলাদা করে বাড়ির বাইরে যেতে লাগে না। উদাহরণস্বরূপ এখন অনেকেই অনলাইনে রিসেলিংয়ের কাজ করে থাকেন। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো প্রোডাক্ট প্রমোশন করা হয়। তারপর সেটা বিক্রি হলেই কিছু টাকা কমিশন থেকে যায়। শুরুতে কম হলেও পরবর্তীতে বিক্রি বাড়লে এভাবেই মোটা টাকা আয় করা সম্ভব। তবে আজ যে দুটি ব্যবসার কথা বলব সেগুলি একটু আলাদা।

বিউটি পার্লার (Beauty Parlour) : মহিলাদের সাজগোজের জন্য বিউটি পার্লার কম বেশি যেতেই হয়। ভ্রু প্লাক থেকে শুরু করে ফেসিয়াল বা চুলের স্পা এর মত কাজের জন্য একাধিক ইনস্টিটিউট রয়েছে যেখানে কয়েক মাসেই বিউটি পার্লারের কাজ শিখে নেওয়া যায়। আপনিও এই ধরনের কোনো কোর্স করে নিতেই পারেন।

এরপর বাড়িতে কিছুটা জায়গা থাকলে সেখানেই ১০-১৫ টাকা বিনিয়োগ করে ছোটখাটো বিউটি পার্লার সেটআপ বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আয়না, একটা ভালো চেয়ার আর কাজের সরঞ্জাম কিনতেই খরচ বেশি হবে। এটুকু করে নিলেই কাজ শুরু করে দেওয়া যাবে। আর সামনেই পুজো আসছে তাই বিউটি পার্লারের চাহিদাও বাড়বে।

আরও পড়ুনঃ প্রতিমাসে পাবেন ৯০০০! ধামাকা স্কিম পোস্ট অফিসের, জানুন কিভাবে করবেন বিনিয়োগ

বেডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজমেন্ট (Wedding Planner / Event Management) : আজকাল বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, জন্মদিনের মত অনুষ্ঠানের জন্য অনেকেই ইভেন্ট ম্যানেজারের খোঁজ করেন। আপনি যদি দায়িত্ব নিয়ে এই সকল কাজ করতে পারেন তাহলে একপ্রকার বিনা খরচেই এই ব্যবসা শুরু করে নেওয়া যায়। তবে এর জন্য ক্যাটারিং থেকে সাজানোর লোকজনের সাথে চেনাজানা থাকলে ভালো হয়।

শুরুতে পরিবারের মধ্যে কোনো অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব নিয়ে একবার অভিজ্ঞতা নিয়ে নেওয়া যেতে পারে। এরপর অফলাইন ও অনলাইনের মাধ্যমে প্রচার করলেই অর্ডার পাওয়া যাবে। ঠিকমত করা গেলে একটা ইভেন্ট থেকেই ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত যায় করা যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X