Can student whos OBC Certificate cancelled apply for Scholarship

হাইকোর্টের আদেশে বাতিল OBC সার্টিফিকেট, তারপরেও কি মিলবে স্কলারশিপের টাকা?

নিউজশর্ট ডেস্কঃ কিছুদিন আগেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট। যার কারণ হিসাবে মূলত কিছু শ্রেণীর বেনিয়ম করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তকরণকেই দায়ী করা হচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হল তাহলে OBC ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ প্রদান করা হয় সেগুলো কি পাওয়া যাবে? নাকি স্কলারশিপ থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা?

OBC সার্টিফিকেট বাতিল হলেও স্কলারশিপের জন্য আবেদন করা যাবে?

হাইকোর্টের নির্দেশে রাজ্যের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেলেও হাল ছাড়েনি রাজ্য। ইতিমধ্যেই সুপ্রিম করতে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য OBC-দের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিলাপ। এক্ষেত্রে ২০১০ সালের পর যারা জাতিগত শংসাপত্র পেয়েছেন তাদের কি হবে? তাঁরা কি অ্যাপ্লাই করতে পারবে? বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

যেমনটা জানা যাচ্ছে, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়ে মিলেই মাধ্যমিক বা তার পরের ক্লাসের জন্য স্কলারশিপের টাকা দিয়ে থাকে। সেক্ষেত্রে যারা OBC সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে তারা আবেদন করতেই পারে। তাছাড়া এটাও মনে রাখতে হবে যে এই সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ঐক্যশ্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

যেহেতু ২০১০ সালের পর থেকে সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাই এই সময়ের আগে যাদের সার্টিফিকেট রয়েছে তাঁরা নিশ্চিন্তে আবেদন করতে পারবে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে ওবিসি অন্তর্গত শ্রেণীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম থাকলেও আবেদন করা যেতেই পারে।

নিচে কেন্দ্রীয় সরকার স্বীকৃত OBC শ্রেণীর তালিকা দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করে নেওয়া যেতে পারে। এই সম্পর্কিত পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিউজশর্টকে ফলো করে রাখুন।

কেন্দ্রীয় সরকার অনুমোদিত নতুন OBC শ্রেণীভুক্তদের তালিকাঃ OBC List

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X