Arijit

রেহাই পেল না পাকিস্তান ক্রিকেটও! তালিবানের কারণে বাতিল পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

আরও ভয়ঙ্কর হতে শুরু করেছে আফগানিস্তানে তালিবান এর প্রভাব। শুরুতে অনেকেই বলেছিলেন তালিবান ক্রিকেট ভালবাসে তাই আফগানিস্তান ক্রিকেটে এর কোন প্রভাব পড়বে না। তবে সেই সময় অনেকেই আফগান ক্রিকেট ধ্বংসের আশঙ্কা করেছিলেন। অবশেষে সেই আশঙ্কায় সত্যি হল। তালিবানের বড় প্রভাব পড়ল আফগান ক্রিকেটে। তালিবানের প্রভাব এর জন্য বাতিল হয়ে গেল আফগানিস্তান-পাকিস্তান সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে সেপ্টেম্বর মাসের শুরুতেই আফগানিস্তান- পাকিস্তান একদিনের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের ক্রিকেট বোর্ড যৌথভাবে এই সিরিজ বাতিল ঘোষণা করছে।

   

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হামিদ সিনওয়ারি বলেন, ” এই মুহূর্তে দেশে তালিবানের প্রভাব পড়ায় ক্রিকেটারদের মানসিক অবস্থা ভালো নেই। তারা সকলেই নিজেদের পরিবার নিয়ে চিন্তিত। আর তাই ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে দু’পক্ষের সম্মতিতেই এই সিরিজ বাতিল করা হয়েছে।”

এছাড়াও হামিদ জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। ওরা আমাদের সব রকম সাহায্য করার কথা জানিয়েছেন। এছাড়াও শ্রীলংকা ক্রিকেট বোর্ডও আমাদের এই প্রস্তাব মেনে নিয়েছে। ইতিমধ্যেই আমরা সিরিজ বাতিলের কথা আইসিসিকেও জানিয়েছি। আমরা এই সিরিজটি  2023 বিশ্বকাপের আগে খেলার চেষ্টা করবো।