case filed against on nusrat jahans fraud allegation

Papiya Paul

সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়েছেন! টলিউডের এই জনপ্রিয় নায়িকার বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কয়েক মাস ধরেই টলিউডের সেলেবরা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে। তারকাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে। এবার দুর্নীতির দায়ে বিদ্ধ হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

   

একদিকে তিনি যেমন তৃণমূল(TMC) জনপ্রিয় সাংসদ, ঠিক তেমনি অন্যদিকে বাংলা সিনেমার প্রথম সারির নায়িকা। তাকে নিয়ে বিতর্ক চলতেই থাকে। এখানে কথা হচ্ছে অভিনেত্রী নুসরাত জাহানকে(Nusrat Jahan) নিয়ে। অভিনেত্রীর বিরুদ্ধে বড়সড়ো প্রতারণার মামলা করেছেন বেশ কয়েকজন অভিযোগকারী। কি কি অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে? নুসরাত নাকি প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। আবার সেই টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

আর এই দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় ইডির দপ্তরে অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। মেসার্স সেভেন সেনস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার সঙ্গে কো-অপারেটিভভাবে ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল। ওইখানের চুক্তি অনুযায়ী ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে দিয়েছিলেন ৪২৯ জন। তাদের সকলকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আগামী তিন বছরের মধ্যে রাজারহাট হিডকোর কাছে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে।

কিন্তু সেই টাকা তারা আজ ও পায়নি। অভিযোগকারীরা এটাও জানিযেছেন যে ২০১৪ সালে ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। কিন্তু এখনো ফ্ল্যাট পায়নি। এরপর তারা থানায় গিয়ে অভিযোগ করেন। তবুও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা আদালতে মামলা করেন। তারা সকলেই নুসরাতের দিকে আঙুল তুলেছেন। তাদের অভিযোগ নুসরাত ওই সংস্থার ডিরেক্টর।

এটাও অভিযোগ যে ওই প্রতারণার টাকা থেকে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডাসংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেছেন নুসরাত নাকি আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। এমনকি নুসরাত সংবাদ মাধ্যমের কাছে মুখও খোলেননি।