Central Government will not give away the 18 months arrear of DA-DR

পুজোর আগে সুখবর, ফের বাড়ছে DA! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এক্সট্রা ঢুকবে কত?

নিউজশর্ট ডেস্কঃ পুজোর আগেই ফের সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা। আবারও বাড়তে পারে মহার্ঘ্য ভাতা। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেকের ধারণা আগামী সেপ্টেম্বর মাসেই ৩% ডিএ বাড়ানোর ঘোষণা আসতে পারে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। যার ফলে মাসের শুরুতে আরও কিছুটা এক্সট্রা টাকা হাতে আসবে।

এর আগে এবছরের ফ্রেব্রুয়ারি মাসেই ডিয়ারনেস অ্যালায়েন্স বাড়ানো হয়েছিল। তবে নতুন করে আবারও ই  শতাংশ বাড়ানো হলে DA ৫৩% হয়ে যাবে। স্বাভাবিক ভাবেই এমন একটা খবরে খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু সবটাই নির্ভর করছে ঘোষণার উপর। যদি DA বৃদ্ধি পায় তাহলে এবছরের ১লা জুলাই থেকেই সেটা কার্যকর করা হবে। যে টাকাটা পার্থক্য হবে সেটা মাইনের সাথেই দিয়ে দেওয়া হবে।

বিগত কয়েক মাস ধরে কর্মীদের অনেকেই বকেয়া DA এর জন্য আন্দোলন করে চলেছেন। ২০২০ সালে করোনা মহামারীর জেরে সরকারের তরফ থেকে DA দেওয়া বন্ধ ছিল। সব মিলিয়ে মোট ১৮ মাসের মহার্ঘ্য ভাতা বকেয়া ছিল। যেটা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দেওয়া হয়েছে। বাদল অধিবেশনেই এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন দুই সাংসদ।

প্রশ্ন করা হয়, ‘করোনা কালে ১৮ মাসের ডিএ দেওয়া হয়নি। সেই টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে সরকার কি ভাবছে?’এর উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাফ জানিয়ে দেন, বকেয়া DA এর টাকা আপাতত দেওয়া হবে না। যদিও এর আগে বকেয়া মহার্ঘ্য ভাতার টাকা ৩টি কিস্তিতে মাইনের সাথে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু এরফলে সরকারি কোষাগারী চাপ বেড়ে যেতে পারে। তাই সেই বিষয়ে আর নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ নতুন পদ্ধতিতে নার্সারি, চাকরি ছেড়ে এখন চাষ করেই মাসে ১৬ লাখ টাকা কামাচ্ছেন চন্দ্রকান্ত

প্রসঙ্গত, যখন মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশের ওঠিক হয়ে যায় তখন সেটা বেসিক পে এর সাথে যুক্তি হয়ে নতুন বেসিক পে হয়ে যায়। কিন্তু এখনো সেটা হয়নি। এদিকে ৩১ শে ডিসেম্বর ২০২৫ সালে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হলে নতুন করে অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে ইঙ্গিত মিলছে। তাই বিশেষজ্ঞদের মতে, নতুন পে কমিশন আসার আগে DA বেসিক পে এর সাথে যুক্ত করা হবে না।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X