নিউজশর্ট ডেস্কঃ সরকারিকর্মীদের জন্য বড় খবর। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীরা মাইনের সাথে মহার্ঘ্য ভাতা পান। যদিও কেন্দ্রের তুলনায় DA এর হার কম হওয়ায় দীর্ঘদিন ধরেই আন্দোলন দেখা যাচ্ছে একাধিক রাজ্যে। তবে, এরই মাঝে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য মিলল বড় আপডেট। এই বিষয়ে বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।
অনেকেই আশা করেছিলেন যে হয়তো বকেয়া ডিএ / ডিআর দেওয়া ঘোষণা আসতে পারে শীঘ্রই। কিন্তু সেই আশায় জল ঢালা হয়ে গিয়েছে। জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত ১৮ মাসের বকেয়া দেওয়া সম্ভব নয় জানানো হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর মন্তব্যে রীতি মত ঝটকা দিল দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিন অর্থ প্রতিমন্ত্রী স্পষ্ট জানান , করোনা মহামারীর সময় কর্মীদের ১৮% DA/DR দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা আর মেটানো হবে না। যার মানে কর্মীরা গত ১৮ মাসের বকেয়া আর পাবেননা।
এই বকেয়া আদায়ের জন্য সরব হয়েছিল ন্যাশনাল কাউন্সিলের (জেসিএম) স্টাফ সাইডের প্রতিনিধি থেকে শুরুকরে কর্মীচারীসংগঠনের ডিওপিটি সচিব। দ্রুত ডিএ / ডিআর মেটানো উচিত বলা হচ্ছিল। কিন্তু এবার মনে হচ্ছে সে গুড়ে বালি! পুরো টাকাটাই বাতিলের খাতায় বলে ঘোষণা করে দেওয়া হল।
আরও পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বাড়ছে অরেঞ্জ লাইন, নতুন স্টেশন ঘোষণা করল কলকাতা মেট্রো
যদিও অর্থ প্রতিমন্ত্রীর এই বক্তব্যেরপাল্টাপ্রশ্ন করেছেন রাজ্যসভা সাংসদ জাভেদ আলি খান ও রামজি লাল শর্মা। কেন সরকার এই টাকা দিতে পারবে না? ভারতবর্ষ যেখানে বিশ্বেরতৃতীয় বৃহত্তম অর্থনীতি সেখানেএই টাকা কেন মেটানো হবে না? যার উত্তরে পঙ্কজ চৌধুরী জানান, ‘মহামারীকালে অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় DA / DR বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারের উপর আর্থিক বোঝাও ছিল। তাই বকেয়া টাকা এখন দেওয়া সম্ভব হচ্ছে না।