Papiya Paul

মণিপুরে হামলার নেপথ্যে থাকতে পারে চীনের হাত, মতামত বিশেষজ্ঞদের

আরো একবার নিশানা করা হলো চীনকে। কিছুদিন আগে উত্তর-পূর্ব নিরাপত্তা গতিবিধির বিষয়ে নজর রাখা ২ বিশেষজ্ঞ কে আক্রমণ করার ঘটনার পেছনে চীনের হাত থাকতে পারে, এমন মনে করা হচ্ছে। মায়নমার সীমান্তের কাছে অসম রাইফেলসের একটি কনভয়তে হামলা চালিয়ে হত্যা করা হয় একজন কর্নেল, তাঁর স্ত্রী, তাঁদের ৮ বছর বয়সী ছেলে,৫ জন সৈন্যকে। হামলার দায় স্বীকার করে নেয় পি এল এ মনিপুরের অধীনে থাকা রেভুলেশনারি পিপলস ফ্রন্ট।

   

এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল কনসাম হিমালয় সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে মণিপুরে সহিংস ঘটনা অনেকটাই কমে গেছে। বিদ্রোহী দল গুলো সাধারণত নারী এবং শিশুকে হত্যা করে না। তবে সর্বশেষ হামলাটি এমন একটি সময়ে হয়েছে, যখন বিদ্রোহী দল গুলি তাদের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। এই হামলার পেছনে চীনেরও মদত থাকতে পারে।

 

লেফটেন্যান্ট জেনারেল শোকিন চৌহান বলেন,মনিপুরের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চীনের সরাসরি যোগাযোগ আছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা চলাকালীন যাতে ভারত বর্ষ আরো বেশি বাহিনী মোতায়েন করে সেখানে, তার উদ্দেশ্যে এমন আঘাত চালানোর নির্দেশ আসতে পারে চীনের তরফ থেকে।

উল্লেখ্য, শনিবার মনিপুরের চুরাচন্দ্রপুরে জঙ্গিরা অসম রাইফেলসের কনভয়ের ওপর হামলা চালায়।
হামলায় মারা যান ৪৬ আসাম রাইফেলস এর কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠি এবং তার স্ত্রী সন্তান। এছাড়া আরও ৪ জন জওয়ান মারা যান এই হামলায়।