Arijit

বদলে যেতে চলেছে আইপিএলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, চাপে পড়বে ক্রিকেটাররা

26 শে মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তবে এবারের আইপিএলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই।

   

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কি কি পরিবর্তন ঘটতে চলেছে:-
কোভিডের কারণে কোনও দল 11 জন ক্রিকেটারকে মাঠে নামাতে না পারলে সেই খেলা পিছিয়ে অন্য দিন করা হতে পারে।

এতদিন পর্যন্ত আইপিএলে প্রত্যেক ইনিংসে দলগুলি একবার করে ডিআরএস নিতে পারত। অর্থাৎ আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুযোগ মাত্র একবার। এবার থেকে দুটি করে ডিআরএস নিতে পারবে দল গুলি।

করোনা সংক্রমণ এড়াতে এ বার বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি। অর্থাৎ মুম্বই থেকে পুণে বাসে করেই যাতায়াত করতে হবে সব দলকে।

এছাড়াও প্লে-অফ স্তরে নির্ধারিত সময়ের মধ্যে যদি সুপার ওভার শেষ না করা যায় তবে যে দল লিগ তালিকায় উপরে ছিল সেই দলকে জয়ী ঘোষণা করা হতে পারে।