Sudipta Banerjee

পরনে হিরের হার, ঝলমলে লেহেঙ্গায় রাজরানী সুদীপ্তা, রইল অভিনেত্রীর রিসেপশনের অদেখা মুহুর্ত

ঠিক যেন রূপকথার গল্প। ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে টোয়ালাইট ছবির গান ‘থাউজ্যান্ড ইয়ারস’। চারিদিকে আলোর রোশনাই আর ফুলের বাহার। এইরকম একটা সাজানো সেটের মাঝে একে অপরের হাত ধরে হেঁটে আসছেন সৌম্য (Soumya Bakshi) এবং সুদীপ্তা (Sudipta Banerjee)। এভাবেই রাজা এবং রানির মত এন্ট্রি নিলেন এই নবদম্পতি।

মঞ্চে উঠতে শুরু হল নাচ। একদিকে সুদীপ্তা যেমন হালকা গোলাপী লেহেঙ্গায় ঝলমল করছেন, অপরদিকে সৌম্যর চেহারা থেকে জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল। স্ত্রীয়ের পোশাকের রঙের সাথে সামঞ্জস্য রেখে আনারকলি শেরওয়ানি পরেছিলেন স্মিতা বক্সী পুত্র। এইদিন নতুন জুটিকে নিয়ে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করলেও রিসেপশনে ছিল অন্য চমক। একপ্রকার ফিউশন বিয়ের প্ল্যান করেছিলেন এই দুইজন। প্রথমে স্টেজে উঠে কেক কাটলেন তারা। প্রায় আড়াই হাজার অতিথির সামনে জাঁকজমকপূর্ণভাবে চলল অনুষ্ঠান। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মদন মিত্র, অরূপ বিশ্বাস থেকে জুন মালিয়া, সোহম চক্রবর্তীর মত তারকারা উপস্থিত ছিলেন এই বিয়েতে। সুদীপ্তার সিরিয়াল ‘সোহাগ জল’র টিম থেকে উপস্থিত ছিল শ্রীতমা, অস্মিতরা।

https://www.instagram.com/reel/Cr2fg02AB8z/?utm_source=ig_web_copy_link 

সুদীপ্তার কথায়, ‘কোনও মেয়ের জীবনের দ্বিতীয় ইনিংস যখন শুরু হয়, তখন এতটাই স্বপ্নের মতো হওয়া উচিত, যা আজকে আমাদের জন্য হয়েছে। আমি সত্যিই সৌভাগ্যবান বক্সী পরিবারের অংশ হয়ে, অনেক ধন্যবাদ জানাতে চাই সকলকে। আমার শ্বশুর মশাই, আমার মাম্মাম (শাশুড়ি), আমার ননদ- সকলের থেকে এতো ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি সৌভগ্যবতী’।

https://www.instagram.com/reel/Cr2nHbfBvmi/?utm_source=ig_web_copy_link 

এইদিন রিসেপশনের দিন ঝলমলে লেহেঙ্গার সাথে গলায় পরেছিলেন হিরের হার। সূত্রের খবর, নায়িকার এই লেহেঙ্গার দাম প্রায় ১০ লক্ষ টাকা। কলকাতারই এক নামি ডিজইনার এই পোশাকটি ডিজাইন করেছেন। হানিমুন প্রসঙ্গে জানা যাচ্ছে, এখনই বাইরে কোথাও যাচ্ছেনা এই দম্পতি। সুদীপ্তাও ব্যস্ত শুটিং নিয়ে, এদিকে সামনের পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত সৌম্যও।

Avatar

Moumita

X