Arijit

ধোনির সময় শেষ, পরবর্তী CSK অধিনায়ক হতে চলেছেন এই দুই তারকা

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে আইপিএল। আগামী 26 শে মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। এবারও ধোনির নেতৃত্বই আইপিএলে নামছে চেন্নাই সুপার কিংস। তবে এরই মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে সেটা হল ধোনির পরিবর্তিতে কে হবেন চেন্নাইয়ের অধিনায়ক?

   

শুরু থেকে শেষ পর্যন্ত টানা 14 বছর চেন্নাই সুপার কিংস কে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তবে বর্তমানে ধোনির বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে। ধোনি আর কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। অনেকে মনে করছেন এটাই ধোনির শেষ আইপিএল।

প্রশ্ন উঠছে তারপরে দলের নেতৃত্ব কার হাতে যেতে পারে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের মতামত জানালেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রবীন্দ্র জাদেজা এবং মঈন আলি হচ্ছেন সবথেকে সোজা পছন্দ। এই দুজনের মধ্যে কাউকেই এবার নিজেদের পরবর্তী অধিনায়ক হিসেবে তৈরি করতে শুরু করবে সিএসকে।