Arijit

গ্যালারির ছাদে বড় বড় ফুটো, ম্যাচ দেখতে গিয়ে ভিজে গেলেন দর্শকরা তোপ দাগলেন বিসিসিআইকে

রবিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির জন্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পঞ্চম টিটোয়েন্টি ম্যাচ বাতিল হয়। যার ফলে 2-2 ফলাফলে সিরিজ ড্র হয়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা নাকি এতটাই ভালো যে, বৃষ্টি থামলে ম্যাচ শুরু করতে খুব বেশি সময় লাগে না। এমনটাই বলছিলেন ধারাভাষ্যকররা।

   

তবে মাঠের নিকাশি ব্যবস্থা কেমন তার পরীক্ষা এইদিন হল না কারণ বৃষ্টি আর থামেনি এবং ম্যাচ বাতিল হয়। তবে স্টেডিয়ামের ছাউনির অবস্থা যে বেশ খারাপ সেটা এইদিন স্পষ্ট হয়ে গেল।

আসলে বৃষ্টির সময় চিন্নাস্বামীর গ্যালারির ছাউনিতে থাকা দর্শকদেরও ভিজতে হয়। জায়গায় জায়গায় ফুটো ছাদ জল আটকাতে পারেনি। গ্যালারিতে অঝোরে ঝরে বৃষ্টির জল। কয়েক জায়গায় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, দর্শকরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিজেদের হতাশা ব্যক্ত করেন। তাঁরা বিসিসিআইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এক্ষেত্রে। তাঁদের দাবি, খেলা থেকে উপার্জন করা অর্থ পরিকাঠামোর পরিচর্যায় যথাযথ ব্যবহার করা উচিত।