Arijit

কিসের ভিত্তিতে দলে নেওয়া হল? বিশ্বকাপে কি হবে অশ্বিনের ভূমিকা? জানালো প্রধান নির্বাচক

বুধবার প্রকাশিত হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। তবে দল নির্বাচনের আগে ভারতীয় নির্বাচকমণ্ডলী জানিয়ে দিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএলের পারফরমেন্সের কোন ভূমিকা থাকবে না। কিন্তু দল নির্বাচনের পরে দেখা গেল আইপিএলের পারফরমেন্সই গুরুত্ব পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে।

   

বোর্ডের মুখ্য নির্বাচক চেতন শর্মাও জানিয়েছেন বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে আইপিএলের পারফরমেন্সকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এবার বিশ্বকাপের দল নির্বাচনের পর সবথেকে বেশি আলোচিত হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের নাম দেখে। তার ক্ষেত্রেও যে আইপিএলের পারফরমেন্সই গুরুত্ব পেয়েছে সেটাও জানিয়েছেন চেতন শর্মা।

চেতন শর্মা বলেন, ” আইপিএল বড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সমস্ত খেলোয়াড়দের পারফরমেন্সই দেখা যায়। অশ্বিন নিয়মিত আইপিএল খেলছে। গত কয়েক বছরে ওর পারফরমেন্সও যথেষ্ট ভালো। এছাড়া দুবাইয়ের মন্তব্য পিচে দলে একজন অফস্পিনার থাকাটা খুবই জরুরি। আর সেই কারণে বিশ্বকাপে রবীচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হয়েছে।”