Zee Bangla

Moumita

আসছে ‘মুকুট’, বদলে যাচ্ছে জি বাংলার সব সিরিয়ালের টাইম স্লট! রইল নতুন সম্প্রচারের দিনক্ষণ

জি বাংলার নতুন ধারাবাহিক ‘মুকুট’ (Mukut) আসতে না আসতেই বড় হয় ধাক্কা খেয়েছে বাকি ধারাবাহিকগুলি। অনেককেই স্লট ছাড়তে হচ্ছে এই সিরিয়ালের জন্য। এই যেমন টাইম বদলে গেছে ‘খোলা হাওয়া’র। স্বস্তিকার এই সিরিয়ালকে রাত সাড়ে নটার প্রাইম টাইম থেকে সরিয়ে আনা হচ্ছে দুপুর ৩ টের স্লটে।

   

বিনোদনপ্রেমীদের কাছে বাংলা সিরিয়াল এক অনন্য ভালোবাসা। অলস দুপুরকে বিনোদনে ভরিয়ে তুলতে এবার থেকে জি বাংলা (Zee Bangla) নিয়ে আসছে তাদের নতুন স্লট ‘দুপুরের গপ্পো’ (Dupurer Goppo)। এই স্লটেই দেখানো হবে নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। আর তারপর দেখানো হবে স্বস্তিকার ‘তোমার খোলা হাওয়া’।

এরপর ‘দিদি নাম্বার ওয়ান’ আসবে বিকেল ৫ টায়। এবং এই শো শেষ হতে না হতেই সন্ধ্যা ৬ টা থেকে সম্প্রচারিত হবে সবচেয়ে চর্চিত মেগা ‘মিঠাই’। এর আগে এই ধারাবাহিক দেখানো হত সন্ধ্যা ৮ টার স্লটে। সেই স্লট হারিয়ে ৬ টার স্লটে দেওয়া হয়েছিল ধারাবাহিকটি।

তবে এসব কোনো কিছুই ‘মিঠাই’র জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি। এরপর সন্ধ্যা ৬.৩০ টার স্লটে দেখানো হবে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। এরপর ৭ টার স্লটে আসবে ‘জগদ্ধাত্রী’। যেখানে ৭.৩০ এ দেখা যাবে ‘গৌরী এলো’। প্রসঙ্গত, এই ধারাবাহিকগুলির টিআরপি ভালো থাকায় এদের স্লটে কোনো পরিবর্তন আনা হয়নি।

এরপর রাত ৮ টা থেকে দেখতে পাবেন দত্তবাড়ির সৃজন পর্ণার গল্প ‘নিম ফুলের মধু’। এরপরেই দেখানো হবে, ‘রাঙা বউ’। আর তারপর আসবে দূরে গিয়ে কাছে আসার গল্প ‘সোহাগ জল’। যদিও ‘মুকুট’র আগমণে এই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছিল কিন্তু টিআরপি বেড়ে যাওয়ায় আর বন্ধ হয়নি। এবং তারপর দেখানো হবে, ‘মুকুট’। এবং ১০ টায় আসবে ‘ইচ্ছে পুতুল’ ও ১০.৩০ টায় আসবে ‘মন দিতে চাই’।