Bengali Serial

anita

সিনেমায় মিলছে না সুযোগ! এই বাংলা সিরিয়ালে কামব্যাক করছেন চুমকি চৌধুরী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমার (Bengali Cinema) স্বর্ণযুগের অভিনেত্রী হলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। একটা সময় তাঁর সিনেমা দেখার জন্য লম্বা লাইন পড়ে যেত সিনেমা হলের বাইরে। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন কেবলমাত্র বাবা অঞ্জন চৌধুরী পরিচালিত সিনেমায়। একটা সময় অঞ্জন চৌধুরীর সিনেমা মানেই মানে দেখা যেত চুমকি চৌধুরী আর তার বোন রিনা চৌধুরীকে। সেসময় বেশিরভাগ বাংলা সিনেমাই ছিল পারিবারিক গল্প দর্শকরা।

   

সেই সমস্ত সিনেমাই বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। দীর্ঘদিনের অভিনয় জীবনে চুমকি চৌধুরী বাংলা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। যার মধ্যে অন্যতম ‘হীরক জয়ন্তী’, ‘মেজ বউ’, ‘লোফার’, ‘গীত সংগীত’-এর মত একাধিক সিনেমা। বাবা অঞ্জন চৌধুরীই ছিলেন অভিনেত্রীর জীবনের প্রধান আদর্শ। তাই বাবার মৃত্যুর পর বড় পর্দার আর অভিনয় করতে দেখা যায়নি এই স্বনামধন্য অভিনেত্রীকে।

পরবর্তীতে যদিও বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে (Bengali Serial) ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যার মধ্যে অন্যতম ছিল স্টার জলসার ‘আলতা ফড়িং’। এই ধারাবাহিকের নায়ক অর্জুনের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার বড় পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীই ফিরছেন আরও একটি বাংলা সিরিয়ালে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,চুমকি চৌধুরী,Chumki Chowdhury,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বুধবার প্রকাশ্যে এসেছে চুমকি চৌধুরী অভিনীত নতুন সিরিয়াল দ্বিতীয় বসন্তের প্রোমো। সান বাংলার এই নতুন ধারাবাহিকে অভিনেত্রীকে একজন আদর্শ শ্বাশুড়ী মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।প্রোমোতে দেখা যাচ্ছে মোবাইলে ছবি দেখে তিনি পাত্র পছন্দ করছেন। একজনকে পছন্দ হওয়ায় তিনি ছোট মেয়েকে বলছেন ওই ছবিটা ডাউনলোড করে রাখতে।

প্রথমে সবাই ভাবে তিনি বোধহয় তার নিজের মেয়ের জন্যই পাত্র পছন্দ করছেন। কিন্তু না, তারপরেই জানা যায় এই পাত্র তিনি তার মেয়ের জন্য নয় বৌমার জন্য পছন্দ করেছেন। কারণ তার ছেলে তার বৌমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছে। তাই তিনি চান তার বৌমাও বিয়ে করে আবার নতুনভাবে সংসার করুক।

পর্দায় চুমকি চৌধুরীর এই বৌমা চরিত্রে অভিনয় করবেন গঙ্গারাম সিরিয়ালের নায়িকা টায়রা অভিনেত্রী সোহিনী গুহরায়। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে পঞ্চমী খ্যাত জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত। এছাড়াও থাকছেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায়। যাকে সম্প্রতি গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।