CID Season 2 Teaser Out netizens remember Dr Fredy atcor Dinesh Phadnis who passed away last year

৬ বছর পর CID ফিরলেও দেখা যাবে না ডক্টর ফ্রেডিকে! CID 2-র টিজার দেখে মন খারাপ নেটিজেনদের

পার্থ মান্নাঃ সম্প্রতি সোনি টিভির তরফ থেকে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ডিটেকটিভ টিভি সিরিয়াল CID ফিরছে। হ্যাঁ ঠিকই দেখছেন ৬ বছর পর ফের টিভির পর্দায় দেখা যাবে এসিপি প্রদ্যূমন, দয়া থেকে অভিজিৎ সবাই মিলে নতুন নতুন কেস সমাধান করবে। স্বাভাবিকভাবেই এই খবর পাওয়ার পরে নস্টালজিয়া যেমন ফিরেছে তেমনি খুশি দর্শকেরাও। আসলে অনেকেই এমন রয়েছেন যারা ছোট থেকে CID দেখতে দেখতে বড় হয়েছেন। এমনকি এখনও অনেকে একটার পর একটা CID এর পর্ব দেখতেই থাকে।

ফ্রেডি স্যারকে ছাড়াই শুরু হচ্ছে CID সিজেন ২

তবে CID চালু হলেও সেখানে একজনকে দেখা যাবে না। ভাবছেন কে? তিনি হলেই ফ্রেডি। সিআইডি এর প্রতিটা পর্বেই যে হালকা কমেডি করে সবার মন ভালো করে তুলতে তিনিই হলেন ফ্রেডি। ফ্রেডি চরিত্রে অভিনয় করেছিলেন দীনেশ ফাডনিস। গতবছর ৪ ই ডিসেম্বর ২০২৩ সালে ৫৭ বছর বয়সেই প্রয়াত হন অভিনেতা।

যেমনটা জানা যায় মারা হওয়ার আগেই শারীরিক অসুস্থতার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। দয়া অভিনেতা দয়ানন্দ শেঠি অভিনেতার মৃত্যুর খবর প্রথম কনফার্ম করেন। পরবর্তীকালে জানা যায় মাল্টি অর্গান ফেলিওরের কারণেই প্রয়াত হন তিনি। তাই আজ CID এর দ্বিতীয় সিজেন শুরু হওয়াতে তার কথা স্মরণ করেছেন অনেকেই।

রিলিজ হতেই ভাইরাল CID 2 এর টিজার ভিডিও

আজ সকালেই CID 2 এর টিজার ভিডিও শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নিমেষের মধ্যেই সেই ভিডিওতে লাইক ও রিয়াকশনের সংখ্যা প্রায় একলাখ ছুঁইছুঁই। নেটিজেনদের অনেকেই কম্মেন্ট করেছেন, দারুণ খবর। তো কেউ লিখেছেন, ‘আমি বহুদিন ধরেই প্রতীক্ষায় ছিলাম। প্রার্থনা করতাম যাতে এই শো আবার ফিরে আসে। ঠিক তেমনটাই হচ্ছে’।

টিজার শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘২৬শে অক্টোবর বড় ধামাকা হতে চলেছে’। অর্থাৎ আগামীকালই হয়তো CID সিজেন ২ এর প্রথম প্রমো শেয়ার করা হবে। এখন অপেক্ষা সেটা প্রকাশ্যে আসার ও নতুন সিজেন শুরু হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X