Civic Volunteers Ad Hoc Bonus hike announcemet by Nabanna

পুজোর আগেই পৌষ মাস! সিভিক ভলিন্টিয়ারদের জন্য ৫ লাখের অবসর ভাতা ঘোষণা করল নবান্ন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে রাস্তাঘাটে সর্বত্রই পুলিশের পাশাপাশি দেখা যায় সিভিক ভলিন্টিয়ারদের (Civic Volunteer)। মূলত সহায়তার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। তবে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোনো মিছিল বা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিতেও দেখা যাচ্ছে তাদের। এছাড়া অপরাধ প্রতিরোধ থেকে অপরাধীদের ধরার ক্ষেত্রেও সিভিকদের ভূমিকা থাকছে।

পুলিশের সহায়ক হলেও সেই মাসিক বেতন অনেকটাই কম হওয়ায় অসন্তুষ্ট ছিলেন সিভিকেরা। প্রায় সমস্ত কাজেই তাদের গুরুত্ব থাকলেও মাইনে থেকেই বোনাস মেলে তুলনামূলকভাবে অনেকটাই কম। তাছাড়া রিটায়ার হয়ে গেলে যে এককালীন টাকা পাওয়া যায় সেটাও বেশ কম। এই সমস্ত কারণে নিজেদের দাবির কথা জানিয়ে শুরু হয়েছিল আন্দোলন। তবে এবার সুখবর মিলেছে পশ্চিমবঙ্গের সিভিক ভলিন্টিয়ারদের জন্য।

আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে একটি বৈঠক হয়। শেখেনি সিভিক ভলিন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপর্যন্ত যা নিয়ম ছিল তাতে একজন সিভিক কর্মী কাজের পর রিটায়ার হলে এককালীন ৩ লক্ষ টাকা পেতেন। তবে এবার সেটা এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ এবার ৬০ বছর পর্যন্ত কাজ করার পর যাঁরা অবসর নেবেন তারা এককালীন ৫ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন। স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণায় হাসি ফুটেছে রাজ্যের হাজার হাজার সিভিক কর্মীদের মুখে।

আরও পড়ুনঃ ট্রেনে ব্যাগ হারিয়ে ফেলেছেন, ‘নো চিন্তা’ এই ছোট্ট কাজ করলেই ফিরিয়ে দেবে রেল

প্রসঙ্গত, এই মাসেই সিভিক ভলিন্টিয়ারদের জন্য আরও একটু সুখবর দিয়েছে রাজ্য। পুজোর সময় যে অ্যাড হক বোনাস দেওয়া হয় সেটা এতদিন ৫ হাজার ৩০০ টাকা দেওয়া হত। তবে এবছর থেকে সেটা ১৩ শতাংশ বাড়িয়ে ৬০০০ টাকা করে দেওয়া হয়েছে। এই নিয়ম সিভিক ভলিন্টিয়ারদের পাশাপাশি গ্রমীণ পুলিশদের জন্যও প্রযোজ্য হবে। অর্থাৎ পুজোর আগেই জোড়া সুখবর পেল সিভিক কর্মীরা বলা যেতেই পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X