comedian bharti singh opens up about her struggle life before bollywood carrer

দুবেলা জুটত না খাবার, ডাস্টবিনের খাবারে ভরত পেট, টয়লেট সাফাইকর্মীর মেয়ে আজ কমেডি কুইন ‘ভারতী সিং’

নিউজশর্ট ডেস্কঃ কমেডি(Comedy) দুনিয়ায় ভারতী সিং (Bharti Singh)-কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। তিনি আজ জনপ্রিয় অভিনেত্রী(Actress) এবং কমেডিয়ান (Comedian)। যদিও বরাবর স্বচ্ছল অবস্থা ছিল না তাঁদের পরিবারের। কঠিন পরিশ্রম করেই আজকে তিনি তৈরী করেছেন নিজের জায়গা। বর্তমানে বহু মেয়ের কাছে অনুপ্রেরণা তিনি। তাঁকে পছন্দ করেন না এমন কেউই নেই।

যদিও জনপ্রিয় এই অভিনেত্রীর ছোটবেলা কেটেছে বহু কঠিন পরিস্থিতির মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন ভারতী(Bharti Singh)। ছোটবেলার স্মৃতিচারণ করতে দেখা গেল তাঁকে। যদিও বরাবরই স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন এই অভিনেত্রী। রাখেন না কোনও লুকোছাপ।

বর্তমানে কোটি টাকার মালকিন তিনি। কিন্তু একটা সময় নাকি লোকের ফেলে দেওয়া খাবার খেতে হয়েছে তাঁকে। এমনকি সন্তানের মুখে অন্য তুলে দেওয়ার জন্য অভিনেত্রীর মা লোকের বাথরুম পরিষ্কার করতেন। নিজের অতীত জীবনকে আড়াল না করে গর্বের সঙ্গে সকলকে জানালেন সেই কথা।

Bharti Singh

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় বাচ্চারা ফটকা ফাটলে আমি তাদের পাশে দাঁড়িয়ে থাকতাম। ভাবতাম হয়ত আমিও কোনো এক সময়ে ফটকা ফাটাবো। এমনকি আমার মা বাধ্য হয়ে লোকের বাড়িতে কাজ করতেন। সেখান থেকে খাবার নিয়ে আসতেন আমাদের জন্য। তাঁদের কাছে সেগুলি ফেলে দেওয়ার খাবার হলেও আমাদের কাছে সেগুলি ছিল অমৃত’।

Bharti Singh

অভিনেত্রীর সংযোজন, ‘ আমি কখনই চাইনি আমার জীবনে ফিরে আসুক সেই দারিদ্রতা। এখন যদি আমি কাউকে খাবার নষ্ট করতে দেখি তাহলে আমার ভীষণ রাগ হয়। আমায় কিছুতেই সেটা মেনে নিতে পারিনা’। তবে ২০০৮ সালের দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় তার কেরিয়ার। ধীরে ধীরে বদলাতে  থাকে ভারতীর জীবন। এখন তিনি প্রতি মাসে ২৫ লক্ষ টাকা রোজগার করেন। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা। ছেলে ও স্বামী হর্ষকে নিয়ে সুখের সংসার ভারতীর।

Papiya Paul

X