Papiya Paul

কমান্ডো সিনেমা নিয়ে অসন্তুষ্ট দেব, বাংলাদেশের অভিষেক হচ্ছে না তাঁর।

সুপারস্টার দেব, তাঁকে নিয়ে যতই উপহাস করা হোক না কেন, তিনি গত বছর বুঝিয়ে দিয়েছেন তিনি সত্যিই একজন সুপারস্টার। টলিউডের রাজত্ব করার পর এবার তিনি প্রবেশ করতে চলেছেন ঢালিউডে। পরিচালক শামীম আহমেদ রনির “কমান্ডো” ছবির হাত ধরে অভিষেক হতে চলেছে তার বাংলাদেশের মাটিতে।এই ছবিতে বেশ কিছু অংশের শুটিং করে ছিলেন দেব। কিন্তু বর্তমানে ছবির সিডিউল ঘিরে তৈরি হয়েছে জটিলতা। নেপথ্যে রয়েছে প্রযোজনা সংস্থার সঙ্গে দেবের মতের অমিল।

   

এর আগে দুবাইতে সিনেমার বেশ কিছু অংশের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারণে ভিসা জটিলতা তৈরি হওয়ায় সেই কাজ পিছিয়ে যায়। প্রযোজনা সংস্থা জানিয়েছিলেন, ডিসেম্বরে থাইল্যান্ডে এই ছবির দ্বিতীয় পর্বের শুটিং হবে। কিন্তু ঘনিষ্ঠ সূত্র অনুসারে খবর পাওয়া গেছে, সেই সম্ভাবনা একেবারেই নেই এখন।

“কমান্ডো” সিনেমার এইভাবে বারবার ডেট বদল হাওয়াতে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা দেব। এই বছর সিনেমার শুটিংয়ের জন্য যে তারিখ গুলো ফাঁকা রেখে ছিলেন অভিনেতা, সেগুলি কাজে লাগায়নি প্রযোজনা সংস্থা। এখন এই মুহূর্তে আগামী বছরের আগে এই ছবির জন্য নতুন ডেট বার করা অভিনেতার পক্ষে প্রায় অসম্ভব। তাই এই ছবির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা’।

প্রসঙ্গত, দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেবের সিনেমা “গোলন্দাজ”। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা,”টনিক”। এর মাঝেই আবার “খেলাঘর”, “কাছের মানুষ” এবং “রঘু ডাকাত” ছবির শুটিং করতে শুরু করে দেবেন দেব। তাই স্পষ্টত আপাতত বাংলাদেশে অভিষেক হচ্ছে না তাঁর।