Arijit

কমনওয়েলথ গেমসে ফের জোড়া সোনা ভারতের, এবার সোনা এল বক্সিং বিভাগে

এবারের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরমেন্স করছেন ভারতের অ্যাথলেটিক্সরা। ইতিমধ্যে বেশ কয়েকটি সোনা, রুপা এবং ব্রোঞ্জ ভারতের ঝুলিতে এসেছে। রবিবার ফের এক জোড়া সোনা জিতল ভারত। এবার শোনা এলো বক্সিং বিভাগ থেকে। দুটি সোনাই বক্সিং বিভাগ থেকে এসেছে।

   

রবিবারের শুরুতেই দুই সোনা ভারতের ঘরে। দু’টিই এল বক্সিং থেকে। সোনা জিতলেন নীতু এবং অমিত পঙ্ঘল। এ দিনের প্রথম লড়াইয়ে ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের ডেমিস-জেড রেজস্তানকে ৫-০ পয়েন্টে হারালেন নীতু। নীতু এর আগে যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে দু’বার সোনা জিতেছেন। এ বারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমেছেন। প্রথম বারেই সোনা জিতে নিলেন তিনি।

পরের ম্যাচেই নেমেছিলেন অমিত। তিনি ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে একই ব্যবধানে হারিয়েছেন। দুই খেলোয়াড়ই দাপটে জয় পেলেন। কমনওয়েলথে এটি তাঁর দ্বিতীয় পদক। গত বার ফাইনালে হেরে রুপো পেয়েছিলেন। এ বার পদকের রং বদলে দিলেন।