দক্ষিণের সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর(Junior NTR)। ‘আরআরআর'(RRR) সিনেমাতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি এখন প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন। আর এই ছবির পর দর্শকদের কাছে আরো জনপ্রিয়তা বেড়েছে এই অভিনেতার। গতকাল ছিল অভিনেতার ৩৯ তম জন্মদিন। আর প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে মাঝরাত থেকে সেলিব্রেশন শুরু হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিনেতা। অনুগামীরা বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বলিউডেও এখন দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহ প্রকাশ করেছেন ভক্তরা। প্রত্যেক তারকাদের নিয়েই নানা বিতর্কিত অধ্যায় থেকে যায়।
এমনই বিতর্কিত কাহিনী রয়েছে জুনিয়র এনটিআর-এর জীবনেও। নাবালিকাকে বিয়ে করার জন্য শিরোনামে এসেছিলেন অভিনেতা। ২০১১ সালে তিনি লক্ষ্মী প্রণতিকে বিয়ে করেন। বাড়ির লোকের সম্মতিতেই তিনি এই বিয়েতে রাজি হন। কিন্তু তখন অভিনেতার হবু স্ত্রীর বয়স ছিল ১৭ বছর। তাই অভিনেতার বিরুদ্ধে নাবালিকাকে বিয়ে করার অভিযোগ ওঠে।
আর এই অভিযোগের পর এক বছরের জন্য বিয়ে স্থগিত করে দেন অভিনেতা। এরপর ১৮ বছর হলে তিনি বিয়ে করেন লক্ষ্মী প্রণতিকে। বিরাট ধুমধাম করে বিয়ে সম্পন্ন করেন অভিনেতা। শোনা গিয়েছিল, সেই বিয়েতে অভিনেত্রীর বিয়ের পোশাকের দামি ছিল এক কোটি টাকা। বিরাট বিলাসবহুলভাবে নিজের বিয়ের সম্পন্ন করেন অভিনেতা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি।