Arijit

ব্রাজিল কোপার ফাইনালে উঠলেও মেসির জয় কামনা করছে ব্রাজিলীয়রাই! তীব্র ক্ষোভ নেইমারের

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। অনেক লড়াই করে এবার কোপার ফাইনালে উঠেছে ব্রাজিল। কোপা আমেরিকার ফাইনালে ওঠা মোটেও সহজ ছিল না ব্রাজিলের, লড়াই করেই তারা ফাইনালের আসন ছিনিয়ে নেয়। স্বাভাবিকভাবেই ব্রাজিল সমর্থকদের উচিত নিজেদের দেশকে সমর্থন করা। তবে এক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম।

   

ব্রাজিল ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের একাংশ চাইছে এবার কোপা আমেরিকা জিতুক আর্জেন্টিনা। তাদের ইচ্ছা কোপা আমেরিকা উঠুক লিও মেসির হাতেই। ক্লাব ফুটবলে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে পারফরম্যান্স করলেও দেশের হয়ে মেসির ফলাফল পুরোপুরিভাবে শূন্য। দেশকে এখনো পর্যন্ত কোন আন্তর্জাতিক ট্রফি এনে দিতে পারেনি লিও মেসি। আর তাই ব্রাজিল সমর্থকদের একাংশের দাবি কোপা আমেরিকা লিও মেসির জেতা উচিত।

ব্রাজিলের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাংবাদিক বলেছেন, “আমি ব্রাজিলের মানুষ, আমি ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিল ফুটবল কে ভালবাসি। কিন্তু তার সত্ত্বেও আমি মনে করি এবার কোপা আমেরিকা জেতা উচিত আর্জেন্টিনা এবং লিও মেসির।”

এই বিষয়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার বলেছেন, “আমি ব্রাজিলের মানুষ। আমি আমার দেশকে ভালবাসি। আমি সব সময় চাই আমার দেশ জিতুক। সেটা ফুটবলের ময়দান হোক কিংবা অন্য কোনো প্রতিযোগিতা। আমি কখনই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারিনা। সব সময় চাই বিশ্বের যেকোনো জায়গায় ব্রাজিল জিতুক কিন্তু দেখে খারাপ লাগে ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালে উঠলেও দেশের একাংশের মানুষ বিশেষ করে সংবাদমাধ্যমের বেশ কিছু মানুষ ব্রাজিলের বিরুদ্ধে কথা বলছে। ব্রাজিল কোপার ফাইনালে উঠলেও তারা আর্জেন্টিনার জয় কামনা করছে।”