Koushik Dutta

শ্মশানে দেহ নিয়ে যাওয়ার গাড়িটুকুও নেই, হাসপাতালে নেই ভেন্টিলেটর, মহারাষ্ট্র সরকারের উপর বেজায় চটলেন গ্রাম প্রধান

গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রতেই করোনা অতিমারি ছড়িয়েছে ভীষণভাবে। সম্প্রতি সেখানকার এক গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ বছরের এক ব্যক্তির। খানাপুর গ্রাম প্রধানের অভিযোগ, একই পরিবারের দুই ভাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্থানীয় কোভিড হাসপাতালে নিয়ে গেলে, একজনকে ভর্তি করাতে নাকচ হয় হাসপাতাল। কারণ সেখানে ছিল না অতিরিক্ত ভেন্টিলেটর। পরে ব্যবস্থাও করা যায়নি। এরপর দেহ নিয়ে যে শ্মশানে যাওয়া হবে, তার জন্য এম্বুলেন্সও পাওয়া যায়নি বলে অভিযোগ। ঠেলাগাড়িতে নিয়ে যেতে হয়েছে মৃতদেহ।