Koushik Dutta

অযোধ্যায় রাম মন্দির আসলে সংবিধানের অবমাননা, বললেন সীতারাম ইয়েচুরি

অযোধ্যায় রাম মন্দির হওয়া উচিৎ না উচিৎ নয়, এই নিয়ে দ্বিধা বিভক্ত গোটা দেশ। রাম ভক্তরা যখন মাতোয়ারা, তখন এই মন্দির গঠন ভারতীয় সংবিধানের অবমাননা, এমন টাই মনে করছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তার মতে, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সামনে এই জিনিস হল। সংবিধানের অপমান। ভারতের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তিতে এক আঘাত। সেই সঙ্গে আদালতকেও অবমাননা। কারণ এই কাজ ট্রাস্টের করার কথা ছিল।