Arijit

‘ভারতীয় ক্রিকেটে রাজনীতি ঢুকেছে, বোর্ড প্রেসিডেন্ট তাতে সামিল হচ্ছেন’, রোষের মুখে সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের ইচ্ছায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তবে এবার নির্মমভাবে কার্যত অন্যায় ভাবে বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করলো বিসিসিআই। আর যা নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। তারপরই বিরাট ভক্তদের রোষানলের মুখে পড়তে হল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সহ সমগ্র বিসিসিআইকে।

   

বিরাট কোহলির সমর্থনে টুইটারে চলছে, ‘শেম অন বিসিসিআই’, ‘উই স্ট্যান্ড উইথ কোহলি’ ক্যাম্পেন। বিরাট ভক্তরা সরাসরি বিসিসিআইয়ের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে কেন হঠাৎ করে এমন নির্মম ভাবে ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কোহলি কে?

বিরাট ভক্তরা দাবি করেছেন অধিনায়ক হিসেবে কোহলি ভারতের অন্যতম সফল অধিনায়ক। 95 টি ওয়ানডে ম্যাচের নেতৃত্ব দিয়ে 65 টি ম্যাচে জিতেছে। জয়ের শতকরা হার 70 শতাংশেরও বেশি। এছাড়া অধিনায়ক হিসেবে ব্যাট হাতে 5449 রান করেছেন, গড় 72.65, তার সত্বেও কেন এমন অন্যায় ভাবে সরিয়ে দেওয়া হল কোহলিকে?

সবথেকে বেশি সমালোচনা হচ্ছে কোহলিকে যে ভাবে বাদ দেওয়া হল সেই ভঙ্গিমা নিয়ে। কোহলি ভক্তরা দাবি করেছেন, ‘অধিনায়ক হিসেবে দেশকে অনেক কিছু দিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে। তাই আর একটু বেশি সম্মান পাওয়া উচিত ছিল তাঁর কিন্তু বিসিসিআই সেটা দেয়নি।’

আবার অনেকেই দাবি করেছেন, ‘ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে রাজনীতি ঢুকে গিয়েছে। একজন প্রাক্তন অধিনায়ক যখন প্রেসিডেন্ট তখন কি ভাবে এত অন্যায় হতে পারে ভারতের অধিনায়কদের ওপর? এই প্রশ্ন তুলে অনেকেই সৌরভ গাঙ্গুলীকে কটাক্ষ করেছেন।