Arijit

ঠিক যেন যুবরাজ! ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে বিশ্বকাপ জেতালেন রাজ

শনিবার ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে পঞ্চম বারের মতো অনুর্দ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বরাবরই তারকার জন্ম দেয়। যার জল জ্বলন্ত উদাহরণ বিরাট কোহলি। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বিরাট কোহলিই পরবর্তীকালে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক হয়েছেন।

   

গতকাল অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ফের এক তারকার জন্ম হল। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ভারতীয় ক্রিকেটকে উপহার দিল রাজ অঙ্গদ বাওয়াকে।

এইদিন বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড এর বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দিলেন রাজ বাওয়া। ব্যাটে- বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালের নায়ক হয়ে উঠলেন রাজ। এইদিন বল হাতে প্রথমে স্পেলে ইংল্যান্ডের প্রথম সারির তিনটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙ্গে দিলেন রাজ। পরের স্লেপে আরও দুটি উইকেট তুলে নেন রাজ। 9.5 ওভারে মাত্র 35 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন রাজ। এছাড়াও কঠিন সময়ে ব্যাট হাতে 35 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন রাজ। এমন অলরাউন্ড পারফরম্যান্স করে যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দিলেন রাজ।