নিউজশর্ট ডেস্কঃ ভারত সরকারের তরফ থেকে পড়াশোনার জন্য একাধিক সরকারি স্কলারশিপ (Scholarship) প্রদান করা হয়। তবে বেশ কিছু প্রাইভেট সংস্থা রয়েছে যারা প্রাইভেট স্কলারশিপ (Private Scholarship) দিয়ে থাকে। দেশি তো বটেই বিদেশী কিছু সংস্থা এমন স্কলারশিপ দেয়। যার ফলে অনেকেই একপ্রকার বিনা খরচে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। আজ এমনই একটি বৃত্তি ‘DAAD Scholarship’ সম্পর্কে আপনাদের জনাবো।
DAAD Scholarship
এই স্কলারশিপের আসল নাম হল “The Deutscher Akademischer Austauschdienst”, মূলত জার্মানির অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। যদি আবেদন ঠিক তাহলে তাহলে স্নাতকদের মাসে ৮৫,০০০ ও ডক্টরাল হলে মাসে ১ লক্ষ ১৯ হাজার টাকার আর্থিক সাহায্য করা হবে।
মূলত যাদের অন্তত দু বছরে পেশাদারি অভিজ্ঞতা আছে। এমন ব্যক্তিরা যদি জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে DAAD স্কলারশিপে যাবেন করতে পারেন। এতে শুধুমাত্র পড়াশোনার খরচ নয়, একইসাথে মেডিকেল, অ্যাকসিডেন্টাল বীমাও যুক্ত থাকবে। এমনকি যদি কেউ পরিবার সহ বিদেশে যেতে চান তাহলে বিশেষ ক্ষেত্রে তাদেরও থাকার জন্য মাসিক ভাড়ার অর্থ প্রদান করা হয়। নির্দিষ্টভাবে কি যোগ্যতা লাগবে ও কিভাবে আবেদন করতে হবে তা নিচে জানানো হল।
এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা
- প্রথমত আবেদনকারীকে যে কোনো বিষয়ে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এক্ষত্রে চার বছরের স্নাতকের কোর্সের কথা বলা হয়েছে।
- স্নাতক হওয়ার পর আবেদনকারীর অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- মূলত ১২ থেকে ৪২ মাসের স্নাতোকত্ত ডিগ্রি কোর্সের জন্যই এই স্কলারশিপ দেওয়া হয়।
আরও পড়ুনঃ মাত্র ৪৫ টাকা দিয়েই ২৫ লাখের রিটার্ন, বাজার কাঁপানো প্ল্যান লঞ্চ করল LIC
কিভাবে আবেদন করতে হবে?
- এই স্কলারশিপের অবদান দুটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ নিতে হবে কোন ডিগ্রি কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে।
- আপনার পছন্দের কোর্সের জন্য স্কলারশিপ দেয়ার ঘোষণা হলে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এই সময় যে সমস্ত নথিপত্র চাওয়া হবে তা সবটা জমা করতে হবে।
- এরপর অপেক্ষা করতে হবে DAAD এর উত্তরের জন্য। যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনাকে দ্বিতীয় ধাপে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তারপরেই জানা যাবে আপনি স্কলারশিপ পাচ্ছেন কি না।