বিনোদন,টলিউড,দাদাগিরি,জি বাংলা,মিঠাই,ভাইরাল ভিডিও,সৌরভ গাঙ্গুলী,সৌমিতৃষা কুন্ডু,Entertainment,Tollywood,Dadagiri,Zee Bangla,Mithai,Viral Video,Sourav Ganguly,Soumitrisha Kundu

‘দাদাগিরি’র গ্রান্ড ফিনালেতেও এন্ট্রি মিঠাইয়ের, সৌরভ-ডোনার সাথে মঞ্চে নাচলেন সৌমিতৃষা! রইল ভিডিও

বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি'(Dadagiri)। প্রত্যেক বারের মতো এবারেও অন্তিম মুহূর্তে এসে পড়েছে জি বাংলার ‘দাদাগিরি সিজন ৯’, সম্প্রতি অন্তিম দিন অর্থাৎ গ্র্যান্ড ফিনালের বেশকিছু ঝলকের ছবি সামনে এসেছে। যেখানে টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও(Soumitrisha Kundu)।

দাদাগিরির গ্র্যান্ড ফিনালে বলে কথা সেখানে চমক থাকবে এমনটাই তো স্বাভাবিক। যদিও আগে শোনা গিয়েছিল অন্তিম দিনে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় জুটি অজয় দেবগন ও কাজল। কিন্তু সময় না হওয়াতে তারা উপস্থিত হতে পারেনি। এইজন্য টলিউডের সেলেবদের ওপরই ভরসা করেছেন পরিচালক। আর তাই একেবারে মনোহরা মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে এসেছে মিঠাই। এমনকি সকলকে মিষ্টিমুখ করে শেষ হবে দাদাগিরি।

এদিনের পর্বে সৌরভ গাঙ্গুলী ও ডোনাকে একসাথে নাচের পারফরম্যান্স করতেও দেখা যায়। আবার মিঠাইয়ের যে পোশাকের ছবি সামনে এসেছে সেখানে তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনিও এই অনুষ্ঠানে নাচ করেছেন। মিঠাইয়ের পরনে রয়েছে গোলাপি আর সোনালী রংয়ের ঝলমলে টপ আর স্কার্ট। এর সাথে তিনি ম্যাচিং নেকলেস ও কপালে টিকলি পরেছেন।

এদিনের অনুষ্ঠানে দাদার প্রিয় অভিনেতা শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানে নাচতে দেখা গিয়েছে সৌরভ ও ডোনাকে। এই প্রথমবার একসাথে দুজনে নাচ করেছেন বলে জানিয়েছেন পরিচালক। তাদের নাচের সময় মঞ্চে উপস্থিত ছিল মিঠাই। এই ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকেরা এখন দাদাগিরির অন্তিম দিনের গ্রান্ড সেলিব্রেশন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বিনোদন,টলিউড,দাদাগিরি,জি বাংলা,মিঠাই,ভাইরাল ভিডিও,সৌরভ গাঙ্গুলী,সৌমিতৃষা কুন্ডু,Entertainment,Tollywood,Dadagiri,Zee Bangla,Mithai,Viral Video,Sourav Ganguly,Soumitrisha Kundu 

 

Avatar

Papiya Paul

X