নিউজশর্ট ডেস্কঃ Dadagiri Season 10 Time Slot Revealed : খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় শো ‘দাদাগিরি সিজন ১০'(Dadagiri Season 10)। কিছুদিন আগেই জি বাংলার তরফ থেকে দাদাগিরি সিজন ১০-এর প্রমো শেয়ার করা হয়েছিল। যদিও সেই সময় সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়নি। তবে এবার জি বাংলার তরফ থেকে এই শো-এর সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে। যা দেখে বিরাট গিয়েছেন দর্শকেরা।
এখন জি বাংলাতে প্রত্যেক শনি এবং রবিবার রাত সাড়ে ন’টার সময় সম্প্রচারিত হয় ‘ডান্স বাংলা ডান্স’। এই শো-এর জনপ্রিয়তা অনেক বেশি। টিআরপিতেও তড়তড়িয়ে বাড়ছিল নম্বর। এদিকে দাদাগিরির প্রমো দেখে দর্শকেরা মনে করেছিল ডান্স বাংলা ডান্সের সময়ে এই নতুন শো সম্প্রচারিত হবে। তবে এবার চ্যানেলের পক্ষ থেকে সময়সূচিতে বিরাট পরিবর্তন করা হয়েছে।
এতদিন পর্যন্ত দাদাগিরির প্রত্যেক সিজনের সম্প্রচার হয়েছে প্রতি শনিবার এবং রবিবার রাত সাড়ে ন’টার সময়। এবার তেমনটা হবে না। এই সিজনে প্রতি শুক্র এবং শনিবার সম্প্রচারিত হবে ‘দাদাগিরি’। আর শনিবার করে ডান্স বাংলা ডান্স হবে না। এবার থেকে প্রত্যেক রবিবার একদিনের জন্য সম্প্রচারিত হবে ডান্স বাংলা ডান্স। প্রতি রবিবার রাত সাড়ে ন’টার সময় দর্শকেরা দেখতে পাবেন তাদের প্রিয় ডান্স বাংলা ডান্সকে।
যদিও দর্শকেরা অনুমান করছেন টিআরপি তালিকায় বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়াকে টক্কর দেওয়ার জন্যই জি বাংলার তরফ থেকে এই পরিকল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নতুন প্রমো পোস্ট করার পরে দর্শকেরা কেউ লিখেছেন, ‘শুক্র এবং শনিবার হঠাৎ করে কেন দাদাগিরিকে দেওয়া হল?’
যদিও চ্যানেলের তরফ থেকে দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর থেকে প্রত্যেক সপ্তাহের শুক্র এবং শনিবার দাদাগিরি সিজন ১০-এর সম্প্রচার শুরু হবে। এবারেও সৌরভ গাঙ্গুলী সঞ্চালকের আসনে মাতিয়ে দেবেন দর্শকদের। এই সিজনে দাদাগিরির থিম ছিল “বাঙালি লড়ে বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে।”