বিনোদন,টলিউড,জি বাংলা,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলী,গ্র্যান্ড ফিনালে Entertainment,Tollywood,Zee Bangla,Dadagiri,Sourav Ganguly,Grand Finale

অন্তিম দিনে ‘দাদাগিরি’, গ্রান্ড ফিনালেতে শাহরুখের রোম‍্যান্টিক গানে একসঙ্গে নাচলেন সৌরভ-ডোনা!

দেখতে দেখতে অন্তিম পর্যায়ে এসেছে জি বাংলার(Zee Bangla) অন্যতম ননফিকশন শো ‘দাদাগিরি সিজন ৯'(Dadagiri Season 9)। এতদিন প্রত্যেক শনি ও রবিবার রাত সাড়ে নয়টায় টিভির সামনে বসে করতেন অগুনতি দর্শকেরা সৌরভ গাঙ্গুলীর(Sourav Ganguly) সঞ্চালনায় দাদাগিরি দেখার জন্য। মহারাজের অসাধারণ সঞ্চালনার জন্য এই শোয়ের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার ওপর ছোটদের বিশেষ পর্বগুলিতে মজাদার নানা কাহিনী, বিভিন্ন জেলার মানুষদের কৃতিত্বের কথা, তারকা স্পেশাল পর্বে তারকাদের জীবনের অজানা গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শকেরা।

দেখতে দেখতে সেই আট মাসের পথ চলার শেষ। শেষ হয়ে গিয়েছে দাদাগিরির ফাইনাল পর্বের শুটিং। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্তিম পর্বের কিছু মুহূর্তের ছবি ও শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলী। সাদাকালো পোশাকে সেজেছিলেন সৌরভ। আর ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘দাদাগিরি নবম সিজন শেষ হল। শেষ দিনের শেষ শো হয়ে গেল। এবার বিরতির সময়।’

এইবার গ্র্যান্ড ফিনালের পর্বে যে বিশেষ চমক থাকতে পারে সেই কথা অনেকদিন আগেই শোনা গিয়েছিল। এমনকি শোনা গিয়েছিল বলিউডের সেলিব্রিটি অজয় দেবগান ও কাজল গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন। কিন্তু শুটিং শিডিউল এর তারিখ ঠিকমত না মেলার জন্য সেই পরিকল্পনা সফল হয়নি। তাই টলিউডের সেলিব্রিটিদের ওপর ভরসা রেখেছে নির্মাতারা।

বিনোদন,টলিউড,জি বাংলা,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলী,গ্র্যান্ড ফিনালে Entertainment,Tollywood,Zee Bangla,Dadagiri,Sourav Ganguly,Grand Finale

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এছাড়া এদিন উপস্থিত হয়েছিলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। দাদাগিরির পরিচালক সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন, এই প্রথমবার একসঙ্গে পারফর্ম করেছেন সৌরভ ও ডোনা। শাহরুখ খানের ছবি ‘ওম শান্তি ওম’ এর জনপ্রিয় গান ‘আখো মে তেরি’ এর গানে নেচেছেন সৌরভ ও ডোনা। আর অন্তিম দিনের এই বিশেষ পর্ব দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

Avatar

Papiya Paul

X