Arijit

রাহুলকে এশিয়া কাপের দলে নেওয়া উচিৎ হয়নি, ক্ষুব্ধ প্রাক্তন স্পিনার

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন কে এল রাহুল। চোট সারিয়ে দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে ফিরেছিলেন দানিশ কনেরিয়া। তারপরই রাহুলকে সরাসরি নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। আর বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে খুশি নয় পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া।

   

এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় না দিয়ে রাহুলকে নামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ দানিশ কানেরিয়া। পাকিস্তানের প্রাক্তন স্পিনারের মতে, রাহুলের বদলে উচিত ছিল সঞ্জু স্যামসনকে নেওয়া।

এক ওয়েবসাইটে কানেরিয়া বলেছেন, “এশিয়া কাপে সঞ্জু স্যামসনের খেলা উচিত ছিল। রাহুলকে সুস্থ হওয়ার সময় দেওয়া উচিত ছিল, যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তরতাজা অবস্থায় ওকে পাওয়া যায়। একটা বড় চোট থেকে ফিরছে রাহুল। কম সময়ে অনেক বেশি ক্রিকেট খেলতে হচ্ছে ওকে। সঞ্জু ইদানীং ভালই খেলছে। এশিয়া কাপে খেলার যোগ্য ক্রিকেটার ও।”