Darjeeling Helicopter Service might Start Soon

এবার আকাশপথেই সোজা দার্জিললিং! চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা, ভাড়া কত জানেন?

পার্থ মান্নাঃ বাঙালির প্রিয় পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম একটি হল দার্জিলিং। হাতে কয়েক দিনে ছুটি পাওয়া গেলেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া যায়। এতদিন দার্জিলিং যাওয়র উপায় বলতে ছিল ট্রেনে NJP পৌঁছানো তারপর সড়কপথে পছন্দের ডেস্টিনেশন। কিন্তু মুশকিল হল বর্ষার সময় পাহাড়ি রাস্তায় ধস নামার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। এর ফলে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। কারণ এবার আর সড়ক বা রেলপথে নয় সোজা আকাশ পথে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং, সিকিমের মত পাহাড়ি গন্তব্য। সৌজন্যে থাকছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA।

আকাশ পথে যাওয়া যাবে দার্জিলিং! (Darjeeling Helicopter Service)

যেমনটা জানা যাচ্ছে রাজ্য সরকার ও GTA এর যৌথ উদ্যোগে NJP থেকে হেলিকপ্টার সার্ভিসের জন্য কাজ চালু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের না নতুন হেলিপ্যাড তৈরী করার কাজ চলছে দূতেরিয়াতে। ওদিকে কালিম্পংয়ে ডোলোতে হেলিপ্যাড তৈরী হচ্ছে আর মিরিকে পুরোনো হেলিপ্যাড যেটা ছিল সেটার সংস্কার করা হচ্ছে।

NJP থেকে হেলিকপ্টারে দার্জিলিং সিকিম

হেলিপ্যাড তৈরী হয়ে গেলে শুধু NJP থেকে শুধুমাত্র দার্জিলিং নয়, সিকিম থেকে সিকিমও যাওয়া যাবে। আর সিকিম থেকেও দার্জিলিং যাতায়াত করা যাবে। তাই রাস্তা বন্ধ থাকলেও জ্যাতায়াতের সমস্যার সমাধান হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও আপদকালীন পরিস্থিতিতে হেলিকপ্টার সার্ভিসের দ্বারা দ্রুত উদ্ধার কার্য চালানো সহজ হবে।

দার্জিলিংয়ের আঞ্চলিক পরিবহন তথা রাজ্য পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম সচিব সোনাম লেপচা এই প্রসঙ্গে জানান, ইতিমধ্যেই DPR তৈরী হয়ে গেছে। তাই দ্রুত কাজ শুরু করে সম্পন্ন করা হবে বলেই খবর মিলেছে।

হেলিকপ্টারে দার্জিলিং যেতে খরচ কত হবে? (Darjeeling Helicopter Fare)

হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার খবর পেতেই সকলের মনে যে প্রশ্ন উঠতে শুরু করেছে সেটা হল কত খরচ হবে হেলিকপ্টারে দার্জিলিং যেতে? এই মুহূর্তে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না ঠিকই। তবে ভাড়া যে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই হবে সেটার ইঙ্গিত মিলেছে। কারণ শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং এই পরিষেবা নতুন একটা টুরিস্ট আকর্ষণ হিসাবেও কাজ করবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X