Arijit

“ওদের বাবা-মাও হয়তো ভাবতে পারেনি,” সামি-বুমরাহর ইনিংসকে কটাক্ষ প্রাক্তন ইংরেজ অধিনায়কের

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। আর এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। তবে এই টেস্ট ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত পাল্লা ভারি ছিল ইংল্যান্ডের দিকেই। পঞ্চম দিনের শুরুতে 209 রানে 8 উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল সেই সময় হঠাৎই ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতের দুই বোলার মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। এই দুজনের অপরাজিত 89 রানের পার্টনারশিপ এর উপর ভর করে ইংল্যান্ডের সামনে 271 রান বিরাট টার্গেট খাড়া করে ভারত। দিনের শেষে এই পার্টনারশিপই ইংল্যান্ডকে হারিয়ে দেয়। সামি 56 রানে এবং বুমরাহ 34 রানে নটআউট থাকেন। ভারতের এই দুই বোলারের এমন অসাধারণ ইনিংস দেখে অবাক হয়ে গিয়েছেন প্রাক্তন ইংরেজি অধিনায়ক ডেভিড গাওয়ার।

   

এক সাক্ষাৎকারে ডেভিড গাওয়ার বলেন, ” পঞ্চম দিনে ভারতের দুই বোলার বুমরাহ এবং সামি যখন অপরাজিত 89 রানের পার্টনারশিপ খেলেন। তখন সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। আমার মনে হয় ওদের বাবা-মা, আত্মীয় পরিজন কেউ হয়তো কোনদিন এমনটা স্বপ্নেও ভাবতে পারিনি যে ওরা ব্যাট হাতে এমন পারফরম্যান্স করবে।”

সেই সঙ্গে জো রুটের অধিনায়কত্বের কড়া সমালোচনা করেন গাওয়ার। তিনি বলেন, “অতীতে বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন রুট। তবে ও শিক্ষা না নিয়ে আবেগ তাড়িত হয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে ওকে।”