ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,নতুন নিয়ম,Credit card,Debit Card,RBI New Rules

Moumita

আবার বড় ঘোষণা RBI-র, 1 অক্টোবর থেকেই বদলে যাচ্ছে ডেবিট-ক্রেডিট কার্ডের নিয়ম, জেনে রাখুন অবশ্যই

ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক বর্তমানে কার্ড ব্যবহার করেন। আর তাই ডেবিট-ক্রেডিট কার্ড সম্পর্কিত যে কোনো নতুন আপডেট সকলেরই জানা। RBI এর নতুন বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে, ১ অক্টোবর থেকে কার্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে।

   

সূত্রের খবর, ১ অক্টোবর থেকেই ব্যাঙ্কিং সেক্টরে নতুন নিয়ম আসতে চলেছে। ব্যতিক্রম নয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। খবর অনুযায়ী, আগামী মাসের শুরু থেকেই কার্ডের টোকেনাইজেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে সংস্থাটি। জানা গেছে এই পরিবর্তন বাস্তবায়িত হলে কার্ড ব্যবহারকারীরা আরো অনেক বেশি সুবিধা ও নিরাপত্তা পাবেন।

RBI এর তরফ থেকে জানানো হয়েছে যে, এরপর থেকে কার্ড ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভালো হবে। আসলে ডিজিটাল যুগের সুবিধা তেমন বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এর অপব্যবহারও। আর এই প্রসঙ্গে একাধিক জালিয়াতির ঘটনাও সামনে এসেছে। তবে এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে হ্রাস পাবে এইসব জালিয়াতির ঘটনা।

সূত্রের খবর, নতুন নিয়ম চালু হয়ে যাওযার পরে গ্রাহকরা অনলাইন, POS অথবা অ্যাপে কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এবং এক্ষেত্রে বিশেষ ব্যাপার হলো যে ব্যবহারকারীর কার্ডের তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড মুডে থাকবে।

শুধু তাই নয়, এই নতুন নিয়মে কার্ডের সমস্ত বেটা বদলে যাবে টোকেনের। এরফলে ব্যবহারকারী যখনই কোনো মল বা ওয়েবসাইটে কার্ড ব্যবহার করবেন তখন সেই সংস্থা কার্ডের কোনো তথ্যই অ্যাকসেস করতে পারবে না।

যে তথ্য পাবে তা টোকেনের মধ্যেই থাকবে। এতে লেনদেন আগের চেয়ে অনেক নিরাপদ হবে। পাশাপাশি এই কার্ড টোকেনাইজও সম্পূর্ণ বিনামূল্যে।