Subhashree Ganguly

‘সাদা হাতি’, চেহারা নিয়ে কটাক্ষ, মুখের উপর সপাটে জবাব শুভশ্রীর দিদি দেবশ্রীর

‘ঈশ কী মোটা, আরে হাওয়া দিলে তো উড়ে যাবি’। আমাদের চারপাশে এই ধরনের মন্তব্য আমরা প্রায়ই শুনে থাকি। কোনো মানুষ যদি তথাকথিত সুন্দরী বা সুন্দর ক্যাটাগরিতে ফিট না হয়, তখনই তাকে শুনতে হয় নানা ধরনের কটাক্ষ, বডিশেমিং‌‌ (Body Shaming)। আর সেটা গ্ল্যামার ওয়ার্ল্ড হলে তো আর কোনো কথাই নেই। আর এবার সেই নিয়েই মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) দিদি দেবশ্রী গাঙ্গুলি, সঙ্ঘশ্রী সিন্‌হা, অরিজিতা মুখার্জী।

আসলে ওজন বেশি বা কম থাকলে নেটিজেনদের থেকে নানান কথা শুনতে হয় অভিনেতা, অভিনেত্রীদের। এইসব কটাক্ষ আবার কখনও কখনও সেটা আত্মীয়স্বজনদের থেকেও আসে। এবার এই নিয়েই সুর চড়ালেন টেলি দুনিয়ার কিছু চেনা মুখ। অরিজিতা তো বলেই দিলেন, ‘‘আমরা বেশি খেতেই পারি। কিন্তু আপনার টাকায় তো খাচ্ছি না।’’

বিষয়টি নিয়ে সঙ্ঘশ্রীর বক্তব্য, ‘‘যখন আমরা দেখাই কোনও পরী আসছে আকাশ থেকে তাঁকে ভীষণই ফরসা, খুবই রোগা আর লম্বা চুল। এটা কে এঁকেছে আমি জানি না। যে এঁকেছে তাঁর সঙ্গে আমার কথা বলতে হবে’’। অরিজিতার বক্তব্য, ‘‘মোটাকে মোটা বলতেই পারেন, আমার তাতে সমস্যা নেই। কিন্তু অপমান করা হলে আমার তাতে সমস্যা আছে।’’

টলিউড,বিনোদন,গসিপ,শুভশ্রী গাঙ্গুলী,দেবশ্রী গাঙ্গুলী,বডি শেমিং,Tollywood,Entertainment,Gossip,Subhashree Ganguly,Debashree Ganguly,Body Shaming

এই প্রসঙ্গে দেবশ্রীর বক্তব্য, ‘‘অভিনয়ে আসার আগে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম। তো ওখানে একজন আমার সিনিয়র বস একটা কমেন্ট করেছিলেন যেটা আমি পরে লোকের মুখ থেকে জানতে পারি। আমাকে ‘সাদা হাতি” বলা হয়েছিল। আজকে যদি উনি আমার এই সাক্ষাৎকারটা দেখেন, তাহলে উনি কিন্তু সেই চাকরিটাই করছেন। সেই একই জীবন কাটাচ্ছেন। আমি কিন্তু নিজের জীবনে অনকেটা এগিয়ে গিয়েছি।’’

টলিউড,বিনোদন,গসিপ,শুভশ্রী গাঙ্গুলী,দেবশ্রী গাঙ্গুলী,বডি শেমিং,Tollywood,Entertainment,Gossip,Subhashree Ganguly,Debashree Ganguly,Body Shaming

দেবশ্রীর কথা শেষ হতেই সঙ্ঘশ্রী আবার কটাক্ষের সুরে বলেন, ‘‘যেই মাসি আমাকে বলেছিলেন এত মোটা তোকে কে বিয়ে করবে বল তো, সেই মাসিকে- ‘হাই মাসি! এই যে আমি বসে আছি। আর এটাই আমার তোমাকে জবাব’।’’ প্রসঙ্গত উল্লেখ্য, এই কথার মূল কারণ হল অরিত্র মুখার্জীর ছবি ‘ফাটাফাটি’। বডিশেমিং-র বিরুদ্ধে কথা বলার জন্যই তৈরি হয়েছে এই ছবি। ছবিটি মুক্তি পাবে আগামী মে মাসে। ছবির মূল আকর্ষণ হল, এই ছবির জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন নায়িকা ঋতাভরি।

Avatar

Moumita

X