বাংলা টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল স্টার (Star Jalsha) জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। তবে নিকট অতীতে এই জনপ্রিয়তায় খানিক ভাঁটা পড়েছে বৈকি। চলতি সপ্তাহের টিআরপি-তেই (TRP) দেখা গেছে নম্বরের পতন। আসলে মিশকার ছল চাতুরী দেখে বিরক্ত হয়ে উঠেছে দর্শকরা।
সেই কবে থেকে শুরু হয়েছে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি। লাগাতার একই ট্র্যাক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। সূর্য আর দীপার একে অপরের প্রতি এত টান থাকা সত্ত্বেও কেবলমাত্র ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে রয়েছে তারা। আর এই বিষয়টাই বড্ড চোখে লাগছে সূ-দীপা ভক্তদের।
বিশেষ করে কয়দিন আগে তাদের একসাথে দেখার পর আর মোটেই তর সইছে না দর্শকদের। প্রসঙ্গত, যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, সূর্য জেনে গেছে রূপা-দীপারই মেয়ে। তবে সত্যিটা জানার পরেও রূপাকে দূরে সরিয়ে দেয়নি সে। বরং আরো বেশি করে কাছে টেনে নিয়েছে তার রূপা মা কে।
এদিকে সিরিয়ালে এসেছে আরেক নতুন মোড়। আজকের পর্বেই আপনারা দেখতে পাবেন যে, দীপা জানতে পারবে তার যমজ সন্তানের কথা। আসলে দীপার তার চেকআপের জন্য গিয়ে পৌঁছায় সেই ডাক্তারের কাছেই যিনি তার ডেলিভারি করিয়েছিলেন। আর কথায় কথায় তিনি জানান, দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল।
আর এই কথা শোনার পরেই আকাশ ভেঙে পড়ে দীপার মাথায়। সে কোথায় যাবে, কার কাছে যাবে কিছুই বুঝতে পারেনা সে। এমতাবস্থায় তার লাবণ্য সেনগুপ্তর কথাই মাথায় আসে কেবল। যদিও তিনি পুজোর কাজে ব্যস্ত থাকায় দীপার ফোন তুলতে পারেনা।
নানা কথা ভাবতে ভাবতে সেনগুপ্ত বাড়িতে এসে পৌঁছায় সে। এসে দেখে দুই কোলে দুই মেয়েকে নিয়ে এগিয়ে আসছে সূর্য। যদিও সে তখনই সূর্যকে কিছু জানাতে পারে না। তবে সূর্য বুঝতে পারে, দীপার কিছু একটা তো হয়েছে। আগামী পর্বেই আপনারা দেখতে পাবেন, দীপা লাবণ্যকে তার মেয়েদের কথা জিজ্ঞেস করে। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ ।