স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। লাগাতার ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এক নতুন রেকর্ড তৈরী করতে চলেছে এই সিরিয়াল (Bengali Serial)। টি আর পি তালিকায় সেরার সিংহাসনে রীতিমতো রাজ করছে এই সিরিয়াল। আর এখন তো রীতিমতো ধুন্ধুমার পর্ব চলছে।
নিকট অতীতে আপনারা দেখেছেন, একাধিক মিথ্যার উপর থেকে পর্দা উঠে গেছে। দীপা জেনেছে সোনাই তার মেয়ে। এছাড়া লাবণ্য সেনগুপ্ত জেনেছে, মিশকার ইন্টেনশন মোটেও ভালো নয়। মিশকাকে সূর্যর সাথে কথা বলতে শুনে তাকে ঠাটিয়ে এক থাপ্পড়ও মেরেছে। তাকে ওয়ার্নিং দিয়েছে সে যেন সূর্যকে আর প্রোভোক না করে।
আর তারপরেই ঘটেছে রীতিমত ধামাকা। দীপা সেনগুপ্ত বাড়িতে এসে সোনাকে নিয়ে যেতে চায়। সোনাকে বলে, আজ থেকে আর ফুলমা নয় শুধু মা বলে ডাকতে। তবে সূর্যর সামনে সমস্ত সত্যিটা বলতে পারেনা সে। এরপর লাবণ্য সেনগুপ্ত মাত্র ৭ দিনের সময় দেয় দীপা। সে জানায়, ৭ দিন পর নতুন বছরের সূচনাতে সে তার দুই মেয়ের সাথেই থাকবে।
এদিকে লাবণ্যর হাতে চড় খেয়ে এবং দীপাকে ফোনে না পেয়ে সোজা দীপার বাড়িতে আসে মিশকা। এসে দেখে দরজা খোলা এবং ডিভোর্স পেপার মাটিতে টুকরো টুকরো করে ছেঁড়া। রূপার মামীকে সে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, দীপাকে লাবণ্য নিয়ে গেছে। এবং রূপাকে তারা এমন জায়গায় রেখেছে যেখানে মিশকা কোনোদিন পৌঁছাতে পারবেনা।
আর এরপরেই বাড়িতে ঢোকে দীপা। তবে এইবার আর মিশকার চালে পা হয়না সে। নিজেই ফন্দি আঁটে মিশকাকে শায়েস্তা করার। মিশকাকে মিথ্যা বলে যে, সে পেপারে সই করে রেখেছিল কিন্তু লাবণ্য এসে সেটা ছিঁড়ে দিয়েছে। মিশকার কাছে দু হাত জোড় করে ক্ষমা চায় এটার জন্য। এবং কাকুতি করে, সে যেন তার মেয়েদের ক্ষতি না করে।
দীপার এই অভিনয় দেখে মিশকা ভুলে যায় এবং দীপা মনে মনে বলে, ‘তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো, এবার আমার পালা। তুমি আমায় ভুল বুঝিয়েছো। তোমায় আমি ছাড়বোনা মিশকা। তিলে তিলে মারবো।’ আপাতত এখানেই শেষ হবে আজকের এপিসোড। তবে আগামী দিনে যে সবকিছু জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য।